বিগত একমাস ধরে সংবাদের শিরোনামে জ্বলজ্বল করছে এক তারকা সন্তানের নাম। তিনি আরিয়ান খান। মাদক-কাণ্ডে ফেঁসে টানা ২৫ দিন মুম্বইয়ের আর্থার রোডের জেলে কাটিয়েছেন শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র। বার বার নাকচ হয়েছে তাঁর জামিনের আবেদন। শেষে ২৮ অক্টোবর জামিনে মুক্ত হলেন আরিয়ান।
তাঁকে জেল থেকে নিতে গিয়েছিলেন খোদ শাহরুখ। ছেলে যতদিন না বাড়ি ফিরছে, ‘মন্নত’-এ রান্না হবে না কোনও ধরনের মিষ্টি, জানিয়ে দিয়েছিলেন আরিয়ানের মা গৌরী খান। ছেলে ছাড়া পাওয়ার পরপরই ২ নভেম্বর ছিল শাহরুখের ৫৬তম জন্মদিন। তারপরই ছিল দিওয়ালি। আরব সাগরের পাড়ে বিলাশবহুল মন্নতের ধুমধাম দিওয়ালির আলো মাখেননি কিং খান ও তাঁর পরিবারের কেউই। নিরিবিলি খুঁজতে গোটা পরিবার চলে গিয়েছিল আলিবাগের ফার্ম হাউজে। গোটা সপ্তাহ সেখানে কাটিয়ে মুম্বই ফিরে গত শুক্রবার আরিয়ান গেলেন এনসিবির অফিসে। জামিনের নিয়ম মতো তাঁকে প্রতি শুক্রবার হাজিরা দিতে হবে সেখানেই।
আসন্ন শনিবার (১৩.১১.২১) আরিয়ানের জন্মদিন। বাবার জন্ম মাসেই জন্ম আরিয়ানের। ২৪ বছর বয়সে পা দেবেন মহা তারকার পুত্র। বাড়ি ফেরার পর আরিয়ানকে এক ঝলক দেখার জন্য নিত্যদিন মন্নতের বাইরে অপেক্ষায় থাকেন শাহরুখের ভক্তরা। পুত্রের জামিনের পর সেখানেই নাচানাচি করেছিলেন ফ্যানরা।
জেল থেকে ছেলে বাড়ি ফিরেছে, তাতে নিস্তার পেয়েছেন শাহরুখ। তবে আরিয়ানের জন্মদিনে খুব একটা বড়সড়ভাবে পালন করবেন না তিনি। জানিয়েছেন শাহরুখের এক ঘনিষ্ঠ ব্যক্তি। সেদিনই একটি কেক কাটবেন আরিয়ান। জেল থেকে বাড়ি ফেরার আনন্দ জুড়ে থাকবে সেই উৎযাপনে। এই কঠিন সময়ে যাঁরা যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন কিং খান।
জামিনের শর্ত অনুযায়ী, ১৪টি নিয়ম পালন করতে হবে আরিয়ানকে। সবটাই যাতে ঠিক মতো পালন করা হয়, সেদিকে নজর রাখছেন কিং খান নিজে।
আরও পড়ুন: Akshay-Katrina: ক্যাটরিনা বিয়ে করার জন্য একেবারে তৈরি, জানালেন অক্ষয় কুমার