‘চেহরে’র পোস্টার, টিজার, ট্রেলারে নেই রিয়া চক্রবর্তী! প্রযোজক খুললেন মুখ
পরিচালক এক সাক্ষাৎকারে আরও বলেন, “আমি বিশ্বাস করি (রিয়া) একজন নিরীহ শিকার। তিনি এবং তাঁর পরিবারের কাছে এটা প্রাপ্য ছিল না।
পোস্টারে তিনি ছিলেন না। এমনকি ‘চেহরে’র টিজারও ছিলেন প্রয়াত সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৮ মার্চ ছবির ট্রেলার মুক্তি পেতে চলেছে। কিন্তু এখনও অবধি কোথাও নেই রিয়া!
ছবির রিলিজের নতুন তারিখ ৩০ এপ্রিল। ছবিতে অমিতাভ-ইমরান ছাড়াও এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। ইমরানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রিয়াকে। তবে ছবির প্রমোশন রিয়াকে দেখা যাবে কি না তা নিয়ে টিমের অভ্যন্তরীন আলোচনা শুরু হয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে ট্রেলারেও দেখা যাবে না তাঁকে!
আরও পড়ুন মাটির থেকে ৮-১০ ফিট উপরে এক দড়িতে হাঁটলেন জ্যাকলিন!
রিয়ার অনুপস্থিতি নিয়ে প্রযোজককে প্রশ্ন করা হলে আনন্দ পণ্ডিতের আশানুরুপ উত্তর মেলেনি। তিনি সংবাদমাধ্যমকে বলেন, “আমরা এই মুহুর্তে রিয়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সঠিক সময়ে তার সম্পর্কিত প্রশ্নের জবাব দেব। এই মুহুর্তে আমি আর কিছু বলতে পারি না।”
সুশান্তের আকস্মিক মৃত্যুর পর তাঁর প্রেমিকা অর্থাৎ রিয়া চক্রবর্তীর নাম বারবার উঠে এসেছিল। জামিনে মুক্ত হওয়ার পর রিয়া নিজেকে বেশ গুটিয়েই রেখেছিলেন যাকে বলে একেবারে লো-প্রোফাইলে থেকেছেন।
চেহরে’র পরিচালক রুমি জাফরি মনে করেন যে রিয়া এবার গোটা পৃথিবীর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, তবে রিয়ার শুভাকাঙ্ক্ষীরা মনে করেন ফিল্ম প্রচারের জন্য প্রকাশ্যে এলে তাঁকে ভিন্ন ধরণের প্রশ্নের মুখোমুখি হতে হবে।
পরিচালক এক সাক্ষাৎকারে আরও বলেন, “আমি বিশ্বাস করি (রিয়া) একজন নিরীহ শিকার। তিনি এবং তাঁর পরিবারের কাছে এটা প্রাপ্য ছিল না। তাঁর বাবা বছরের পর বছর ধরে দেশের সেবা করে এসেছেন। ‘চেহরে’ এই সমস্ত হওয়ার (সুশান্তের মৃত্যুর করুণ পরিণতি) আগে আমি রিয়ার সঙ্গে কাজ করেছি। লকডাউনের পরে সুশান্ত ও রিয়ার সঙ্গে লন্ডনে ভাশু ভগনানীর প্রযোজক একটি প্রেমের ছবির শুটিং করার কথাও ছিল।। কিন্তু ঈশ্বরের অন্য কিছু পরিকল্পনা ছিল।