AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chiranjeet Chakraborty: ‘মুখ্যমন্ত্রীর হাতে নেই’, আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন চিরঞ্জিত

RG Kar Case: রীতি মেনে এদিন সকলেই কারও না কারও হাতে পরিয়েছেন রাখী, উৎসবের সামান্য আয়োজনে মানুষের উৎসাহ বাড়াতে যোগ দিয়েছেন তারকারাও। তেমনই বারাসাতের এক রাখী বন্ধন উৎসবে যোগ দিতে দেখা গেল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে।

Chiranjeet Chakraborty: 'মুখ্যমন্ত্রীর হাতে নেই', আরজি কর কাণ্ডে এবার মুখ খুললেন চিরঞ্জিত
| Updated on: Aug 20, 2024 | 1:49 PM
Share

সোমবার দিনভর রাখী উৎসব পালন হয় শহরের নানা প্রান্তে। যদিও সেখানে কোথাও ছিল না আনন্দ উল্লাসের ছাপ। শহরের বুকে তিলোত্তমা নিরাপত্তা অভাবে যেভাবে নৃশংসতর শিকার হয়েছেন তাতেই গোটা বিশ্ব আজ শোকস্তব্ধ। তবুও রীতি মেনে এদিন সকলেই কারও না কারও হাতে পরিয়েছেন রাখী, উৎসবের সামান্য আয়োজনে মানুষের উৎসাহ বাড়াতে যোগ দিয়েছেন তারকারাও। তেমনই বারাসাতের এক রাখী বন্ধন উৎসবে যোগ দিতে দেখা গেল অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। আর সেখানেই তিনি আরজি কর কাণ্ডে মুখ খুললেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেখা যায় তাঁকে। বললেন, ‘এই বিষয়টা আর মুখ্যমন্ত্রীর হাতে নেই। আরজি কর কাণ্ডের তদন্ত ভার এখন সিবিআইয়ের হাতে। আর ওদের হাতে থাকা এরকম বহু ঘটনার এখনও কোনও নিষ্পত্তি হয়নি। যদিও ওরা ছাড়া আর কোনও সংগঠন নেই। শেষ পর্যন্ত ওদের দিয়েই তদন্ত করাতে হবে।’

এখানেই থামলেন না অভিনেতা। বরং মানুষের এই বিপুল প্রতিবাদে সরব হলেন তিনি। চিৎকার করে বললেন ‘এটার থেকে সুন্দর আর কী হতে পারে? গোটা ভারতের মানুষ প্রতিবাদ করছে। সব জায়গায় আন্দোলন হচ্ছে। অন্য জায়গায় চেঁচায় না কেউ। কিন্তু এখানে একটাই স্লোগান আমরা বিচার চাই। কিন্তু চাইব এতে যেন রাজনীতির রং না লাগে।’ কেবল তিনি নন, এই আবেদন এখন সকলের। প্রতিটা মানুষ একযোগে পথে নেমে পড়েছেন। পা বাড়িয়েছেন নতুন এক সকালের আশায়। না, মহিলাদের রাতে বেরনো বন্ধ করা কোনও সমাধান নয়, সমাজকে সুস্থ হতে হবে বলেই দাবি এবার সকলের।