AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পরিচালক হিসেবে এই প্রথম অস্কার জিতলেন ক্রিস্টোফার নোলান, পুরস্কার হাতে তুলেই আবেগপ্রবণ

Oscars-Christopher Nolan: কেরিয়ারে এই প্রথম পরিচালক হিসেবে অস্কার পেলেন হলিউডের বিখ্যাত সিনেমাব্যক্তিত্ব ক্রিস্টোফার নোলান। ‌'ওপেনহাইমার' ছবির জন্য পুরস্কার জেতা ছিল ক্রিস্টোফার নোলানের কাছে অন্যতম জয়। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন কিংবদন্তি অভিনেতা আল পা চিনো।

পরিচালক হিসেবে এই প্রথম অস্কার জিতলেন ক্রিস্টোফার নোলান, পুরস্কার হাতে তুলেই আবেগপ্রবণ
ক্রিস্টোফার নোলন।
| Updated on: Mar 11, 2024 | 11:57 AM
Share

সোমবার লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হয় ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। বিশ্বের অন্যতম সম্মানীয় সিনেমা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জয়জয়কার হয় ক্রিস্টোফার নোলানের। তাঁর পরিচালিত ছবি ‘ওপেনহাইমার’ জিতে নিয়েছে সাতটি অস্কার। পেয়েছে সেরা ছবি, সেরা পরিচালনা, সেরা অভিনেতা এবং সেরা পার্শ্বচরিত্রের অস্কারও। ছবিতে অভিনয় করেছিলেন কিলিয়ান মর্ফি এবং রবার্ট ডাউনি জুনিয়র।

এবারের অস্কারে কেরিয়ারের দ্বিতীয় অস্কারটি জিতে নিয়েছেন অভিনেত্রী এমা স্টোন। ‘ইউরগোস লানথিমোস পুওর থিংস’ নামের ছবিতে বেলা ব্যাক্টরের চরিত্রের জন্য এই পুরস্কার জিতে নিয়েছেন এমা। ২০১৭ সালে ‘লা লা ল্যান্ড’-এর জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন এমা। সেটি ছিল তাঁর জীবনের প্রথম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। ‌ ‌অন্যদিকে অস্কার হাতে ‘ওপেন হাইমার’-এর অভিনেতা মার্ফি জানিয়েছেন, তিনি সামান্য উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরিচালক ক্রিস্টোফার নোলান এবং প্রযোজক এমা থমাসকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ‘ওপেনহাইমার’ ছবিতে তাঁকে সেই চরিত্রে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। ‌’ওপেনহাইমার’ ছবির জন্য পুরস্কার জেতা ছিল ক্রিস্টোফার নোলানের কাছে অন্যতম জয়। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন কিংবদন্তি অভিনেতা আল পা চিনো।

একবিংশ শতাব্দীর অন্যতম সেরা পরিচালকদের মধ্যে অন্যতম ক্রিস্টোফার নোলান। ১০০ জন প্রভাবশালী ব্য়ক্তিদের মধ্যে গণ্য। ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলেন। বহু স্বল্পদৈর্ঘের ছবি তৈরি করেছেন নোলান। তারপর নির্মাণ করতে শুরু করেন ‘দ্য প্রেস্টিজ়’, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’, ‘টিনেট’-এর মতো ছবি।