Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Allu Arjun: ‘সৃজনশীল ইন্ডাস্ট্রির প্রতি কোনও শ্রদ্ধা নেই কংগ্রেসের’, আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে সরব অশ্বিনী

Allu Arjun: তাঁর গ্রেফতারি নিয়ে তেলঙ্গানার কংগ্রেস সরকারকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, "সৃজনশীল ইন্ডাস্ট্রির প্রতি কংগ্রেসের কোনও শ্রদ্ধা নেই। আল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনায় ফের একবার তা প্রমাণিত হল।"

Allu Arjun: 'সৃজনশীল ইন্ডাস্ট্রির প্রতি কোনও শ্রদ্ধা নেই কংগ্রেসের', আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে সরব অশ্বিনী
আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে কংগ্রেসকে আক্রমণ করলেন অশ্বিনী বৈষ্ণব
Follow Us:
| Updated on: Dec 13, 2024 | 11:16 PM

হায়দরাবাদ: একদিকে এক অভিনেতা সাংবাদিককে আক্রমণ করেছেন। তার ভিডিয়ো প্রমাণ রয়েছে। অন্যদিকে, একটি থিয়েটারে এক দুর্ঘটনায় মহিলার মৃত্যু হয়েছে। প্রথম ঘটনায় অভিযুক্ত অভিনেতা মোহন বাবুকে এখনও গ্রেফতার করেনি তেলঙ্গানা পুলিশ। কিন্তু, দ্বিতীয় ঘটনায় সুপারস্টার আল্লু অর্জুনকে তারা গ্রেফতার করে। যদিও কয়েক ঘণ্টার মধ্যে জামিন পেয়েছেন ‘পুষ্পা-২’ স্টার। তাঁর গ্রেফতারি নিয়ে কংগ্রেস শাসিত তেলঙ্গানা সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় তথ্য় ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর আয়োজন করা হয়েছিল ‘পুষ্পা ২’-র বিশেষ প্রিমিয়ার। সেখানে নায়ক আল্লু অর্জুন ও নায়িকা রশ্মিকা মন্দনা আসবেন জানিয়ে ভিড় নিয়ন্ত্রণে পুলিশের সাহায্য চেয়েছিল আয়োজকরা। এর জন্য ২ ডিসেম্বর পুলিশকে চিঠিও দেওয়া হয়েছিল। কিন্তু, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না বলে অভিযোগ। ওইদিন ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। মৃতের পরিবারের পাশে দাঁড়ান আল্লু অর্জুন। ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। সেদিনের দুর্ঘটনায় এদিন আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়। তেলঙ্গানা হাইকোর্টে অন্তর্বর্তী জামিন পান দক্ষিণী এই সুপারস্টার।

তাঁর গ্রেফতারি নিয়ে তেলঙ্গানার কংগ্রেস সরকারকে আক্রমণ করে এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লেখেন, “সৃজনশীল ইন্ডাস্ট্রির প্রতি কংগ্রেসের কোনও শ্রদ্ধা নেই। আল্লু অর্জুনের গ্রেফতারির ঘটনায় ফের একবার তা প্রমাণিত হল। এটা স্পষ্ট যে সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনার কারণ রাজ্য ও স্থানীয় প্রশাসনের অপর্যাপ্ত ব্যবস্থা। অভিযোগ ঘুরিয়ে প্রচার পেতে একাজ করেছে।”

তেলঙ্গানা সরকারকে আক্রমণ করে তিনি আরও লেখেন, “ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করা উচিত তেলঙ্গানা সরকারের। আর চলচ্চিত্র তারকাকে আক্রমণ না করে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লোকজনকে শাস্তি দেওয়া উচিত। এটা দুঃখেরও যে তেলঙ্গানায় এক বছর ক্ষমতায় আসা কংগ্রেস সরকারের কাছে এটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে।”

এদিকে, তেলঙ্গানা পুলিশ জানিয়েছে, তাদের কাছে নানা অনুষ্ঠানে পুলিশি ব্যবস্থার জন্য আবেদন করা হয়। কিন্তু, সবক্ষেত্রে পর্যাপ্ত ব্যবস্থা দেওয়া সম্ভব নয়। প্রশ্ন উঠছে, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা দিতে না পারলে, কেন ওই বিশেষ প্রিমিয়ারের অনুমতি দিয়েছিল তেলঙ্গানা পুলিশ।