AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

The Kashmir Files: ‘দ্য কাশ্মীর ফাইলস ঘৃণা উদ্রেককারী আবর্জনা, নেই শিল্পমূল্য, অস্কারে গেলে ভারতেরই অসম্মান হবে’, মন্তব্য কানাডার পরিচালকের

Oscars:হঠাৎ কেন এমন মন্তব্য কানাডার এই পরিচালকের? নেপথ্যে রয়েছে বিবেক অগ্নিহোত্রী ও অনুরাগ কাশ্যপের টুইট যুদ্ধ।

The Kashmir Files: 'দ্য কাশ্মীর ফাইলস ঘৃণা উদ্রেককারী আবর্জনা, নেই শিল্পমূল্য, অস্কারে গেলে ভারতেরই অসম্মান হবে', মন্তব্য কানাডার পরিচালকের
ফের লাইমলাইটে 'দ্য কাশ্মীর ফাইলস'...
| Edited By: | Updated on: Aug 18, 2022 | 4:52 PM
Share

এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে চূড়ান্ত তীর্যক মন্তব্য করলেন কানাডার ভারতীয় বংশদ্ভুত চলচ্চিত্র নির্মাতা ডিলান মোহন গ্রে। তিনি বলেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ একটি ‘ঘৃণা উদ্রেককারী আবর্জনা’, যার মধ্যে ‘শিল্পমূল্য’ নামক কোনও বস্তু নেই। ডিলান টুইট করেছেন এবং সেই টুইটে তিনি বলেছেন, “হ্যাঁ, ছবিটা আবর্জনা। এই ছবির কোনও শৈল্পিকতা নেই।” এর পর তিনি যা বলেছেন, তাতে অনেকেরই চোখ কপালে উঠেছে। ডিলান বলেছেন, “অস্কারে এই ছবি মনোনীত হলে সেটা ভারতের পক্ষেই অসম্মানজনক হত।” কেবল ‘দ্য কাশ্মীর ফাইলস’ নয়, ডিলানের মন্তব্যের তীর বিদ্ধ করেছে রাজামৌলির ‘আরআরআর’ ছবিকেও। অন্য একটি টুইটে তিনি লিখেছেন, “‘আরআরআর’ও জঘন্য ও দুঃখজনক।”

হঠাৎ কেন এমন মন্তব্য কানাডার এই পরিচালকের? নেপথ্যে রয়েছে বিবেক অগ্নিহোত্রী ও অনুরাগ কাশ্যপের টুইট যুদ্ধ। ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী টুইটে লিখেছিলেন, “বলিউডের ‘গণহত্যা অস্বীকারকারী লবি’ শুরু থেকেই তাঁর ছবিকে ঘিরে নেতিবাচক প্রচার চালাচ্ছে।” খবরের কাগজের কাটআউট শেয়ার করেছিলেন বিবেক। টুইটে উল্লেখ ছিল অনুরাগ কাশ্যপের নামও। সম্প্রতি অনুরাগ কাশ্যপকে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর অস্কারে প্রবেশ নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে। অনুরাগকে ‘আরআরআর’-এর হয়ে প্রচার করতেও দেখা যায়। একটি সংবাদ মাধ্যমকে অনুরাগ বলেছিলেন, “অন্তিম পাঁচে ভারতীয় ছবিই থাকত, যদি ওঁরা ‘আরআরআর’কে বাছাই করত। আমি জানি না কোন ছবিকে ওঁরা বাছাই করবে। আশা করছি ‘দ্য কাশ্মীর ফাইলস’কে বেছে নেবেন না তাঁরা।”

মাত্র ১৫-২০ কোটি টাকায় তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস’ বক্স অফিসে ব্যবসা করেছে ৩৪০ কোটি টাকারও বেশি। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর ঘটে যাওয়া অত্যাচার ও গণহত্যার ঘটনাকে বড় পর্দায় তুলে ধরেছিলেন বিবেক। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের। তাঁর অভিনয় বিশেষ প্রশংসা কুড়িয়েছিল। ছিলেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমারের মতো অভিনেতারা। ছবি মুক্তির সময় খুনের হুমকি পেয়েছিলেন বিবেক। মার্কিন মুলুকে ছবি মুক্তির সময়ও তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।