মাত্র ৪৬ বছর বয়সে অকালে প্রয়াত হয়েছেন অভিনেতা পুনীত রাজকুমার। গতকাল তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নামে ইন্ডাস্ট্রিতে। তাঁর অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারেননি। প্রিয় অভিনেতার মৃত্যু শোক সামলাতে না পেরে গতকাল অর্থাৎ শুক্রবার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর এক অনুরাগীরা।
কর্ণাটকের চামারাজানাগর জেলার মারুর গ্রামের ওই ব্যক্তি পুনীতের অন্ধ অনুরাগী ছিলেন। প্রিয় অভিনেতার আচমকা প্রয়াণে একেবারে ভেঙে পড়েন তিনি। তাঁর নাম পরশুরাম দেবমান্যবর। গতকাল রাত ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। শনিবার বেঙ্গালুরুর কানটেরাভা স্টেডিয়ামে পুনীত রাজকুমারকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন অগণিত ভক্ত। কোভিড আতঙ্কের মধ্যেই প্রিয় অভিনেতাকে শেষ দেখা দেখতে এসেছিলেন অনেকে। আগামিকাল সরকারি তত্ত্বাবধানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
#WATCH | Fans throng to Sree Kanteerava Stadium in Bengaluru to pay their last respects to actor Puneeth Rajkumar who passed away on Friday
His last rites will be performed with state honours at Kanteerava Studio in the city tomorrow, as per the Karnataka CM pic.twitter.com/A03TpBmHis
— ANI (@ANI) October 30, 2021
কন্নড় অভিনেতা পুনীত রাজকুমার ভক্তমহলে পরিচিত ‘পাওয়ারস্টার’ হিসেবে। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। অভিনেতার পরিবার সূত্রে খবর, গতকাল সকালে জিম করছিলেন অভিনেতা। আচমকাই পড়ে যান তিনি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় আইসিইউতে। হাসপাতাল সূত্রে জানানো হয়, ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন তিনি। অবস্থা ছিল আশঙ্কাজনক। অবশেষে শুক্রবার দুপুরে প্রয়াত হন পুনীত। গতকাল সকালেও টুইটারে সক্রিয় ছিলেন পুনীত। করেছিলেন টুইটও। তাঁর দাদা শিব রাজকুমারও জনপ্রিয় অভিনেতা। দাদার নতুন ছবি মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই উপলক্ষে টুইটারে দাদাকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ হেন খবরে পরিবারের সদস্যরা স্তব্ধ।
চেন্নাইয়ে জন্ম হয়েছিল পুনীতের। তাঁর বাবা রাজকুমার ও মা পর্বতাম্মা দুজনেই ছিলেন অভিনেতা। তাঁরা পাঁচ ভাই। পুনীত ছিলেন সর্বকনিষ্ঠ। কিছুদিন আগেই ‘জেমস’ নামে এক ছবির শুট শেষ করেছিলেন অভিনেতা। অতি প্রতীক্ষিত ছবি ‘দিত্যা’তেও কাজ করার কথা ছিল তাঁর। শুটিং শুরু হওয়ার কথা ছিল এর মধ্যেই। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘যুবরত্ন’। এর মধ্যেই দুঃসংবাদ। যা আচমকাই চুপ করিয়ে দিয়েছে গোটা কন্নড় ইন্ডাস্ট্রিকে।
মাস দুয়েক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। চিকিৎসার সময়ও দেননি তিনি। জীবনযাপনে অসঙ্গতি নাকি অত্যধিক পরিশ্রম— কড়া ডায়েট রুটিনে থাকা অভিনেতাদের এই হৃদরোগের ঘটনা যেন আরও একবার তুলে দিন অনেকগুলো প্রশ্ন… যার উত্তর অজানা।
আরও পড়ুন, Prriyam Chakroborty: ছেলের ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন প্রিয়ম