আমিরের অনুরোধ ফেলতে পারলেন না অরিজিৎ, গাইলেন অভিনেতার সবচেয়ে পছন্দের গান

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 18, 2021 | 5:27 PM

আমির খান এবং অন্যান্য অনলাইন অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে অরিজিৎ তাঁর গিটারটি নিয়ে এসে গানটি ধরেন।

Follow Us

গত ১৫ শে জুন আমির খান এবং গায়ক অরিজিৎ সিং অনলাইন ফান্ডরেজিংয়ের এক অমুষ্ঠানে সহযোগিতা করলেন। চেকমেট কোভিড সেলিব্রিটি এডিশনের ব্যবস্থাপনায়ছিল চেস ডট কম এবং অক্ষয় পাত্র ফাউন্ডেশন। অংশ নিয়েছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।

অনলাইন অনুষ্ঠান চলাকালীন মিস্টার পারফেকশনিস্টের বিশেষ অনুরোধে একটি গান পরিবেশন করেন অরিজিৎ। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’-এর জনপ্রিয় টাইটেল ট্র্যাকটি গান অরিজিৎ। আমির এও বলেন যে তিনি অরিজিতের কত বড় ভক্ত এবং তারপরে তাঁকে কয়েকটি লাইন গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। যদিও অরিজিৎ প্রথম দিকে কিছুটা লাজুক ছিলেন, আমিরের অনুরোধের পরে, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কোন গানটি শুনতে চান।

 

 

যার পরে আমির তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আপনি আমার প্রিয় গানটি জানেন”, তাতে অরিজিৎ কোনটি জিজ্ঞাসা করেন। আমির তখন বলেন যে করণ জোহরের ২০১৬ সালের ছবি  ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’- গায়কের গাওয়া আমিরের সবচেয়ে পছন্দের গান। পরে অরিজিতের প্রতিভা এবং মনমুগ্ধকর কন্ঠের জন্য তাঁকে প্রশংসাও করেন আমির। প্রতিবার তাঁর গান শোনার পর কতটা মুগ্ধ হন আমির তাও তিনি প্রকাশ করেন। তিনি বলেছিলেন যে যদিও লাইভ পারফরম্যান্সের সময় তিনি অরিজিৎকে অনেকবার গাইতে শুনতেছেন, তবুও প্রতিবার তিনি তাঁর প্রাণবন্ত কণ্ঠে তাঁকে বারবার শুনতে বাধ্য করেন অরিজিৎ।

আমির খান এবং অন্যান্য অনলাইন অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে অরিজিৎ তাঁর গিটারটি নিয়ে এসে গানটি ধরেন। ৩০ সেকেন্ডের সেই গান গোটা সন্ধ্যাটিকে সবার জন্য আরও আনন্দদায়ক করে তোলে এবং আমির অরিজিতের নিমগ্ন হয়ে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে কিছু লাইন গেয়েও ফেলেন।

 

আরও পড়ুন ‘মিত্রা’র মতো আরও এক সিনেমাহল গুঁড়িয়ে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে শপিং মল

গত ১৫ শে জুন আমির খান এবং গায়ক অরিজিৎ সিং অনলাইন ফান্ডরেজিংয়ের এক অমুষ্ঠানে সহযোগিতা করলেন। চেকমেট কোভিড সেলিব্রিটি এডিশনের ব্যবস্থাপনায়ছিল চেস ডট কম এবং অক্ষয় পাত্র ফাউন্ডেশন। অংশ নিয়েছিলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ভারতীয় দাবাড়ু বিশ্বনাথন আনন্দ।

অনলাইন অনুষ্ঠান চলাকালীন মিস্টার পারফেকশনিস্টের বিশেষ অনুরোধে একটি গান পরিবেশন করেন অরিজিৎ। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’-এর জনপ্রিয় টাইটেল ট্র্যাকটি গান অরিজিৎ। আমির এও বলেন যে তিনি অরিজিতের কত বড় ভক্ত এবং তারপরে তাঁকে কয়েকটি লাইন গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। যদিও অরিজিৎ প্রথম দিকে কিছুটা লাজুক ছিলেন, আমিরের অনুরোধের পরে, তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তিনি কোন গানটি শুনতে চান।

 

 

যার পরে আমির তাঁর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আপনি আমার প্রিয় গানটি জানেন”, তাতে অরিজিৎ কোনটি জিজ্ঞাসা করেন। আমির তখন বলেন যে করণ জোহরের ২০১৬ সালের ছবি  ‘অ্যায় দিল হ্যাঁয় মুশকিল’- গায়কের গাওয়া আমিরের সবচেয়ে পছন্দের গান। পরে অরিজিতের প্রতিভা এবং মনমুগ্ধকর কন্ঠের জন্য তাঁকে প্রশংসাও করেন আমির। প্রতিবার তাঁর গান শোনার পর কতটা মুগ্ধ হন আমির তাও তিনি প্রকাশ করেন। তিনি বলেছিলেন যে যদিও লাইভ পারফরম্যান্সের সময় তিনি অরিজিৎকে অনেকবার গাইতে শুনতেছেন, তবুও প্রতিবার তিনি তাঁর প্রাণবন্ত কণ্ঠে তাঁকে বারবার শুনতে বাধ্য করেন অরিজিৎ।

আমির খান এবং অন্যান্য অনলাইন অংশগ্রহণকারীদের উৎসাহ দেখে অরিজিৎ তাঁর গিটারটি নিয়ে এসে গানটি ধরেন। ৩০ সেকেন্ডের সেই গান গোটা সন্ধ্যাটিকে সবার জন্য আরও আনন্দদায়ক করে তোলে এবং আমির অরিজিতের নিমগ্ন হয়ে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে কিছু লাইন গেয়েও ফেলেন।

 

আরও পড়ুন ‘মিত্রা’র মতো আরও এক সিনেমাহল গুঁড়িয়ে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে শপিং মল

Next Article