প্রীতম দে: টিকা নিয়ে জড়িয়ে গেছেন অভিনেত্রীরা। অভিনেতা দেবশংকর হালদারও এবার জড়িয়ে পড়লেন টিকাকরণে। তবে একেবারে অন্য ভাবে।
সাক্ষী থাকলেন ১০৪ বছরের প্রবীণ মানুষের টিকা নেওয়ার । পশ্চিমবঙ্গ সরকার এবং লিভার ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগ। সরকার বিনামূল্যে ভ্যাকসিন দেবে। আর এই সংস্থা বাংলার জেলায় জেলায় গ্রামে গ্রামে বাড়ির কাছে পৌঁছে বিশেষ ক্ষমতা সম্পন্ন এবং 70 বছর বয়সের বেশি বয়স যাদের তাদের কাছে পৌঁছে দেবে করোনার টিকা। একেবারে উত্তরে দার্জিলিং থেকে শুরু হলো এই টিকাকরণ। শুরুতেই হলো অভিনেতা দেবশংকর হালদার এর হাত দিয়ে। একদিন পাহাড়ে থাকেন দেবশংকর। পাহাড়ি মানুষদের সঙ্গে কথা বলেন।
৯১ বছরের মান বাহাদুর তামাং থেকে শুরু করে ১০৪ বছরের দর্জি লামা টিকা নিলেন এমন অনেকেই। কেউ কেউ গাড়িতে বসেই নিলেন টিকা। কারণ রুম পর্যন্ত যাওয়ার ক্ষমতাও ছিল না। পাহাড়ের প্রবীণ মানুষরা কলকাতার, মূলত নাট্যজগতের ব্যক্তিত্ব দেবশঙ্করকে না চিনলেও অভিনেতা জানালেন, “এমন এক উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়।”