বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এবং মিডিয়া পেশাদারদের দেওয়া হবে ভ্যাকসিনেশন, মুম্বইতে ক্যাম্প শুরু করলেন অজয় দেবগণ

গত এপ্রিলে অজয় বিএমসি এবং হিন্দুজা হাসপাতালের সঙ্গে আইসিইউ স্থাপন এবং কোভিড -১৯ দ্বারা ক্ষতিগ্রস্থ মুম্বইয়েরদের জন্য জরুরি চিকিৎসা সুবিধা সরবরাহের জন্য হাত মিলিয়েছিলেন।

বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক এবং মিডিয়া পেশাদারদের দেওয়া হবে ভ্যাকসিনেশন, মুম্বইতে ক্যাম্প শুরু করলেন অজয় দেবগণ
অজয় দেবগণ।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2021 | 3:12 PM

বলিউড অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা অজয় দেবগণ ও তাঁর এনওয়াই ফাউন্ডেশনের মাধ্যমে বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কর্মীদের এবং মিডিয়া পেশাদারদের জন্য মুম্বইয়ে একটি টিকাকরণে ক্যাম্পের আয়োজন করল।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডেলে এই খবরটি নিশ্চিত করে লেখেন, ‘অজয় দেবগণ আয়োজিত ভ্যাকসিনেশন ক্যাম্প … # অজয় দেবগণের এনওয়াই ফাউন্ডেশন মুম্বইয়ে একটি টিকাকরণের শিবির পরিচালনা করেছে … এই টিকা দেওয়া হবে বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের এবং মিডিয়া পেশাদাররা।‘

গত এপ্রিলে অজয় বিএমসি এবং হিন্দুজা হাসপাতালের সঙ্গে আইসিইউ স্থাপন এবং কোভিড -১৯ দ্বারা ক্ষতিগ্রস্থ মুম্বইয়েরদের জন্য জরুরি চিকিৎসা সুবিধা সরবরাহের জন্য হাত মিলিয়েছিলেন।

এর আগে, চলচ্চিত্র নির্মাতা রাজকুমার হিরানি, করণ জোহর এবং প্রযোজক মহাবীর জৈন বিনোদন শিল্পের শ্রমিকদের জন্য বিনামূল্যে ভ্যাকসিন ড্রাইভ শুরু করেন।

যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিওতে ফিল্ম ইন্ডাস্ট্রির কর্মীদের জন্য একটি কোভিড ভ্যাকসিনেশন ড্রাইভ শুরু করে, প্রথম পর্যায়ে প্রায় ৪০০০ শ্রমিককে টিকা দেওয়ার লক্ষ্য ছিল যশ রাজ ফিল্মসের। ওয়াইআরএফের লক্ষ্য FWICE (ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনা এমপ্লয়িজস) এর ৩০,০০০ নিবন্ধিত সদস্যদের টিকা প্রদান করা। সংস্থাটি এর মধ্যে মুম্বইয়ের আগের একটি ড্রাইভে তাঁদের সংস্থার কর্মীদের ভ্যাকসিন প্রদান করে।

ওয়াইআরএফ স্টুডিওগুলি ছাড়াও, প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালা ও তাঁর সংস্থা নাদিয়াওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের ৫০০ কর্মচারী এবং তাঁদের পরিবারের জন্য একটি টিকা দেওয়ার অভিযান করেছিলেন।

আরও পড়ুন ‘অসমাপ্ত গানের নায়ক’ সুশান্ত সিং রাজপুতের ‘না বলা গল্পেরা’ হয়ে উঠল রূপমের গান