AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফেসবুক-টুইটার হয়নি ব্যান, নওয়াজ-অক্ষয়ের মিমে ভরপুর সোশ্যাল মিডিয়া

আর কিছুক্ষণ পরে শুরু হবে এত নতুন দিন। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয় বড় দুই সোশ্যাল প্ল্যাটফর্মে পরিষেবা বিঘ্নিত হয়নি।

ফেসবুক-টুইটার হয়নি ব্যান, নওয়াজ-অক্ষয়ের মিমে ভরপুর সোশ্যাল মিডিয়া
নওয়াজ।
| Updated on: May 26, 2021 | 9:13 PM
Share

২০১২ সালে গোটা বিশ্ব কেঁপে উঠেছিল একটা খবরে। বিশ্বের ভয়াবহ পরিণতি হতে চলেছে ২১ ডিসেম্বর ২০১২। গোটা বছর ধরে ভীত ছিল মানুষ। এটাই ছিল মানুষের একমাত্র আলোচনার বিষয়বস্তু—বিশ্ব ধ্বংস হতে চলেছে ২০১২ সালে। কিন্তু ২১ ডিসেম্বরের পর এ বিষয় নিয়ে ঠাট্টা-তামাশা ছাড়া আর কিছুই হয়নি।

আরও পড়ুন ওটিটি ময়দানে পাল্লা দিতে নামছে আদিত্য চোপড়ার ‘যশ রাজ ফিল্মস’

এ ঘটনার ৯ বছর পর আবার এমনই এক বিষয় নিয়ে উত্তাল হল সোশ্যাল মিডিয়া। ২৬ মে থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকৃটুইটার। আবার যেন এক আকাশ ভেঙে পড়ল নেটিজেনদের মাথায়। কারণ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ভারত সরকার কর্তৃক নির্ধারিত বিধি মেনে চলতে ব্যর্থ হয়েছে। এ খবর ছড়াতে মিমে ভরে গেল সোশ্যাল মিডিয়া। আর একেবারে হালকা চালে গুরুতর বিষয় নিয়ে তৈরি হল একের পর এক মিম।

২৬ মে দিনটি এখন শেষের দিকে। আর কিছুক্ষণ পরে শুরু হবে এত নতুন দিন। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয় বড় দুই সোশ্যাল প্ল্যাটফর্মে পরিষেবা বিঘ্নিত হয়নি। এবং তারপর আবার নতুন করে মিম মার্কেটে মিম মেকারদের রমরমা অবস্থা। অক্ষয় কুমার-নওয়াজউদ্দিন সিদ্দিককে নিয়ে একের পর এক মিমে হাসির রোল উঠছে নেটিজেনের। দেখে নেওয়া যাক তেমন কিছু মিম।