হরিবংশ রাইয়ের লেখা পাঠ করবেন অমিতাভ বচ্চন?

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jul 15, 2021 | 2:45 PM

Amitabh Bachchan: অমিতাভ লিখেছেন, ‘পূজনীয় বাবুজির লেখা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি না। এ বার ওঁর লেখা আমার কন্ঠে।’

হরিবংশ রাইয়ের লেখা পাঠ করবেন অমিতাভ বচ্চন?
অমিতাভ বচ্চন। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

স্মৃতিতে, প্রতিটি দিনের যাপনে বাবা অর্থাৎ হরিবংশ রাই বচ্চনকে বাঁচিয়ে রেখেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। বাবার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত যেমন মনে পড়ে, তেমনই বাবার লেখা পড়েও নিজেকে মোটিভেট করেন বিগ বি। নাতি-নাতনিদের মধ্যেও বাবার কাজের গুরুত্ব বোঝাতে চেষ্টা করেন। হরিবংশ রাইয়ের বেশ কিছু লেখা প্রকাশিত, কিছু অপ্রকাশিত। অবসরে সে সব পড়ে সময় কাটে অভিনেতার। সদ্য সোশ্যাল মিডিয়ায় নিজের ছবির সঙ্গে বাবার লেখার প্রসঙ্গে উল্লেখ করলেন। আর তাতেই অমিতাভের পরের কাজের ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন বলি মহলের একাংশ।

অমিতাভ লিখেছেন, ‘পূজনীয় বাবুজির লেখা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারি না। এ বার ওঁর লেখা আমার কন্ঠে।’ বাবার বিভিন্ন লেখা হয়তো তিনি পাঠ করবেন। এই লেখার মধ্যে এমন ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন দর্শকও। কোনও ছবির স্বার্থে না হলেও নিজের জন্য এই কাজ করতে পারেন অমিতাভ। যদিও এ সম্পর্কে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও তথ্য প্রকাশ্যে তিনি শেয়ার করেননি।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দিন কয়েক আগে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভেন্টিলেন্টর সহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম অনুদান করেছেন অমিতাভ। অর্থসাহায্য করেছেন প্রায় দুই কোটি টাকার মতো। মুম্বইয়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই কাজেও ফিরেছেন তিনি। বাবার লেখা নিয়ে নতুন কী উপহার দেবেন, এ বার সে দিকেই তাকিয়ে দর্শক।

আরও পড়ুন, নতুন উদ্যেগকে ‘ফালতু’ বলে ট্রোলিং, কী ভাবে সামলালেন সুদীপা?

Next Article