Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফিরে তাকানো নয়! ভালবাসার আকাশে নতুন ঘুড়ি অনুপমের, দারুণ খুশি ভক্তরা

হালফিলে অনুপম রায়ের জীবন নিয়ে চর্চা চলছেই। তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী পুনরায় বিয়ে করেছেন। পিয়াকে নিয়ে সমালোচনার মাঝেই অনুপম দিলেন এক ভাল খবর, যে খবর পেয়ে দারুণ খুশি তাঁর ভক্তরা। পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি 'দশম অবতার' যে কয়েকটি গান ব্যাপক হিট হয়েছে তাঁর মধ্যে একটি 'বাউন্ডুলে ঘুড়ি'।

ফিরে তাকানো নয়! ভালবাসার আকাশে নতুন ঘুড়ি অনুপমের, দারুণ খুশি ভক্তরা
অনুপম রায়।
Follow Us:
| Updated on: Dec 23, 2023 | 6:28 PM

হালফিলে অনুপম রায়ের জীবন নিয়ে চর্চা চলছেই। তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী পুনরায় বিয়ে করেছেন। পিয়াকে নিয়ে সমালোচনার মাঝেই অনুপম দিলেন এক ভাল খবর, যে খবর পেয়ে দারুণ খুশি তাঁর ভক্তরা। পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘দশম অবতার’ যে কয়েকটি গান ব্যাপক হিট হয়েছে তাঁর মধ্যে একটি ‘বাউন্ডুলে ঘুড়ি’। গানটির রচয়িতা অনুপম নিজেই। তবে গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। অনুপম এবার জানিয়ে দিলেন নিজের কণ্ঠে সেই গান নিয়ে তিনি হাজির হবেন এই বড়দিনে। গানের নতুন ভার্সন নিয়ে নিজেও খুশি অনুপম। নিজের গান, নিজের গলায় নিজের মতো করে, ভক্তদের কাছে এই বড়দিনে তিনিই যেন সান্তা ক্লজ, তাঁরা বলছে, ‘এর চেয়ে ভাল উপহার আর কী বা হতে পারে?”

প্রসঙ্গত, পিয়া চক্রবর্তী গত মাসে বিয়ে করেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। প্রাক্তন স্ত্রীর পুনরায় বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানতে অনুপমের কাছে সংবাদমাধ্যম পৌঁছেছিল। তিনি যদিও প্রতিবারই চুপ থেকেছেন এই নিয়ে। এড়িয়ে গিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া যে তাঁর পছন্দ নয়, বুঝিয়ে দিয়েছেন বারেবারেই। আপাতত নিজের কাজে ব্যস্ত তিনি। অন্যদিকে পরম-পিয়াও হনিমুন সেরে এখন কাজে ব্যস্ত। তবে আগামী কাল শহরের রেস্তরাঁয় কাছের মানুষদের নিয়ে এক রিসেপশনের আয়োজন করেছেন তাঁরা। হাজির থাকবেন ইন্ডাস্ট্রির চেনা মুখেরা।