কোনও মহিলা তবলা বাজাচ্ছেন। এখনও পর্যন্ত এ দৃশ্য সংখ্যায় কম চোখে পড়ে। বিরল একেবারেই নয়। তবে মহিলা বাদ্যযন্ত্রশিল্পীর সংখ্যা এখনও নেহাতই কম। সেই আবহে অনুরাধা পাল জনপ্রিয় তবলা শিল্পী। দীর্ঘ কয়েক বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। পৃথিবীর প্রথম মহিলাদের নিয়ে ‘স্ত্রী শক্তি’ ব্যান্ড তৈরি করেন তিনি। যা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করে। সম্প্রতি বেটি বাঁচাও, বেটি পড়াও যোজনার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হয়েছেন অনুরাধা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে ‘ভারতের লক্ষ্মী’ বলে সম্বোধনও করেছেন।
অনুরাধার কথায়, “ধনদেবী লক্ষ্মী। মেয়েদের বাড়িতে অনেক সময় লক্ষ্মী বলে সম্বোধন করা হয়। যখন মোদীজি আমাকে ভারতের লক্ষ্মী বলে সম্বোধন করলেন, অসাধারণ মুহূর্ত ছিল সেটা। কালচারাল অ্যাম্বাসেডার হিসেবে আমার কাজের প্রশংসা করেছেন তিনি। ফোক, ট্রাইবাল, ক্লাসিক্যাল মিউজিশিয়ান, যাঁদের সাহায্য প্রয়োজন এ বার আমি তাঁদের সাহায্যও করতে পারব।”
যেহেতু তবলা এখনও অধিকাংশ ক্ষেত্রে পুরুষ শিল্পীরাই বাজান, কেরিয়ারে কখনও মহিলা বলে কি সমস্যায় পড়তে হয়েছিল অনুরাধাকে? তিনি বলেন, “আমি বিষয়টা এ ভাবে দেখি না। এতে বরং আরও কঠিন পরিশ্রম করার, সব সময় সেরা পারফরম্যান্স দেওয়ার, স্বপ্ন সফল করার উৎসাহ আমি পাই।”
করোনা এবং লকডাউনের কারণে সাংস্কৃতির জগতের পেশাদারদের প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল। সে সব অর্থ জোগাড় করার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অনুরাধা। ভারতের বিভিন্ন রাজ্যে সত্যিই প্রয়োজন এমন ৩৫০ জন শিল্পীকে টাকা পাঠাতে পেরেছিলেন তাঁরা। এ ছাড়াও ভারতের বিভিন্ন গ্রামে ঘুরে রেশন, কম্বল পৌঁছে দিয়েছিলেন বলে দাবি করেছেন অনুরাধা।
আরও পড়ুন, Akshay Kumar: ‘রাম সেতু’র বড় অংশের শুটিং শেষ, সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন অক্ষয়