AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anushka Sharma-Babymoon: বেবিমুনে অনুষ্কা, লন্ডনের রাস্তায় কন্যা ভামিকাকে প্র্যামে ঘোরাচ্ছেন স্বামী বিরাটের সঙ্গে

Anushka Sharma-Virat Kohli: এখনও পর্যন্ত কন্যা ভামিকার মুখ জনসমক্ষে আনেননি বিরাট-অনুষ্কা। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুড নিউজ়কে ধামাচাপা দিয়ে রেখেছেন। তাঁদের ঘনিষ্ঠমহল বলছে, প্রেগন্যান্সির খবর নয়, একেবারে সন্তান জন্মের খবরই দুনিয়াবাসীকে জানাবে এই তারকা দম্পতি।

Anushka Sharma-Babymoon: বেবিমুনে অনুষ্কা, লন্ডনের রাস্তায় কন্যা ভামিকাকে প্র্যামে ঘোরাচ্ছেন স্বামী বিরাটের সঙ্গে
বিরাট-অনুষ্কা।
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 12:54 PM
Share

সম্প্রতি শেষ হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। স্বামী বিরাট কোহলির সঙ্গে একাধিক ম্যাচ দেখার জন্য এ শহর, ও শহর ঘুরেছেন অভিনেত্রী-প্রযোজক অনুষ্কা শর্মা। এখন তিনি ছুটি কাটাচ্ছেন লন্ডনে। সঙ্গী বিরাট কোহলি এবং তাঁদের একমাত্র সন্তান কন্যা ভামিকা। লন্ডনের বিভিন্ন শহর ঘুরে দেখছেন অনুষ্কা। অনেক আগেই বলেছিলেন, পৃথিবীর মধ্যে লন্ডনই তাঁর খুব প্রিয় জায়গা। নানা অছিলায় লন্ডনে পাড়ি দেন তিনি। এবারও গিয়েছেন স্বাী এবং কন্যার সঙ্গে ছুটি কাটাতে। তবে নেটিজ়েনরা অনেকেই এই ছুটি কাটানোকে বেবিমুনের নাম দিয়েছেন।

বর্তমান যুগের নতুন সংযোজন ‘বেবি মুন’। বিয়ের পর যেমন একান্ত সময় কাটানোর জন্য স্বামী-স্ত্রী হানিমুন বা মধুচন্দ্রিমায় যান। ঠিক তেমনই সন্তান ধারণ করার পর ভ্রমণে গেলে সেটাকে বলা হয় ‘বেবিমুন’। আকাশে-বাতাসে খবর অনুষ্কা শর্মা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছেন। এবং অন্তঃসত্ত্বা থাকাকালীনই তিনি সপরিবারে ঘুরতে গিয়েছেন লন্ডনে। চুপিসারে গিয়েছিলেন। কিন্তু বিরাটের এক অনুরাগী তাঁর সঙ্গে ছবি তুলে পোস্ট করার পর গোপন রইল না বিষয়টা। অল্প বয়সি সেই তরুণ বিরাটের সঙ্গে সেলফি পোস্ট করে লিখেছেন, “দারুণ একটা দিন কাটল আজ। আমি খুবই ভাগ্যবান।”

তাঁদের অন্তঃসত্ত্বা হওয়ার খবর এখনও পর্যন্ত জানাননি বিরাট এবং অনুষ্কা। বিশ্বকাপের অনুশীলন চলাকালীন হঠাৎই জরুরি বিমানে চেপে মুম্বই গিয়েছিলেন বিরাট। অনুমান, প্রেগন্যান্ট অনুষ্কার জন্যই তিনি ছুটে গিয়েছিলেন মুম্বইয়ে। তাঁদের মুম্বইয়ের একটি ক্লিনিকের বাইরেও দেখেছিল পাপারাৎজ়িরা। এখনও পর্যন্ত কন্যা ভামিকার মুখ জনসমক্ষে আনেননি বিরাট-অনুষ্কা। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার গুড নিউজ়কে ধামাচাপা দিয়ে রেখেছেন। তাঁদের ঘনিষ্ঠমহল বলছে, প্রেগন্যান্সির খবর নয়, একেবারে সন্তান জন্মের খবরই দুনিয়াবাসীকে জানাবে এই তারকা দম্পতি।