Arijit Singh: ‘সরি, কিছুতেই পারব না’, ভক্তের ‘অন্যায় অনুরোধ’ ফিরিয়ে ‘হিরো’ অরিজিৎ
Arijit Singh: অরিজিৎ সিং মানেই সকলের থেকে আলাদা--একেবারে মাটির মানুষ... জিয়াগঞ্জের ছেলেটির খ্যাতি আজ আকাশছোঁয়া। তাও শিকড় তিনি ভুলে যাননি। মুম্বইয়ের বিলাসবহুল জীবন নয়। তাঁর পছন্দ দেশের বাড়িই।
অরিজিৎ সিং মানেই সকলের থেকে আলাদা–একেবারে মাটির মানুষ… জিয়াগঞ্জের ছেলেটির খ্যাতি আজ আকাশছোঁয়া। তাও শিকড় তিনি ভুলে যাননি। মুম্বইয়ের বিলাসবহুল জীবন নয়। তাঁর পছন্দ দেশের বাড়িই। এ হেন অরিজিৎ সিং বিগত বেশ কিছু সময় ধরেই চুটিয়ে শো করে যাচ্ছেন বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। সম্প্রতি নেপালে শো করে এলেন তিনি। সেখানেই এক ভক্তের অন্যায় এক অনুরোধ ফিরিয়ে ফের নিজেকে প্রমাণ করলেন তিনি।
অরিজিৎ যখন মঞ্চে গান করেন দর্শকের সঙ্গেও বিভিন্ন রকম ভাবে ভাব প্রকাশ করতে দেখা যায় তাঁকে। কখনও গান থামিয়ে সই করেন, কখনও ছবি তোলেন। এমনই এক ভক্ত তাঁর সই চেয়েছিলেন। কিন্তু সইয়ের জন্য সেই ভক্ত এগিয়ে দেন টাকা। টাকার উপর সই করতে হবে দেখেই গানের মাঝেই প্রতিবাদ করে ওঠেন অরিজিৎ। না এমনটা যে কিছুতেই করতে পারবেন না তিনি। পারবেন না টাকা অচল করে দিতে… তাঁর এই সুন্দর ভাবনাকেই কুর্নিশ জানিয়েছেন সকলে। শুধুমাত্র ভাল গায়কই নন, তিনি একজন দায়িত্ববান নাগরিকও সে পরিচয় পেয়েও উচ্ছ্বসিত তাঁরা।
প্রসঙ্গত, আর কিছু দিন পরেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৫ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর চলবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে থিম সংটি এবার গেয়েছেন অরিজিৎ। গান লিখেছেন শ্রীজাত , সুর ইন্দ্রদীন দাশগুপ্ত, ও ভিডিও পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি। সমগ্র গানটির ভাবনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
View this post on Instagram