বড় ছেলেকে হারিয়েছেন আগেই, দুবাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন আশা ভোঁসলের ছোট ছেলে আনন্দ ভোঁসলে। এখন কেমন আছেন তিনি? জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়ার এক এক্সক্লুসিভ রিপোর্ট। জানা যাচ্ছে, আগের থেকে এখন অনেকটাই ভাল আছেন তিনি। ছেলে ভাল থাকায় ইতিমধ্যেই নাকি দেশে ফিরে এসেছেন আশা। যদিও ফোনে ছেলের শারীরিক অবস্থায় খোঁজ রাখছেন নিয়মিত।
কী হয়েছিল আনন্দের?
হঠাৎ করেই নাকি মাটিতে পড়ে যান আনন্দ। গায়ে-মাথায় চোট লাগে তাঁর। অবস্থা এতটাই গুরুতর হয়ে যায় যে তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হয়। পরিবারও মারাত্মক ভয় পেয়ে যায়। ভর্তি করতে হয় আইসিইউতে। জানা যাচ্ছে, ঘটনার সময় আশাও ছিলেন দুবাইতেই। দেশে ফেরার পরিকল্পনা থাকলেও ছেলের এই পরিস্থিতিতে কোনও ভাবেই তা সম্ভব হয়নি। জানা গিয়েছিল ছেলের এই ঘটনায় নাকি বেজায় চিন্তায় পড়ে গিয়েছিলেন তিনি।
এর আগে ২০১৫ সালে বড় ছেলে হেমন্তকে হারিয়েছিলেন আশা। অন্যদিকে এক মাস যুদ্ধের পর ৬ ফেব্রুয়ারি, ২০২২ প্রয়াত হয়েছেন দিদি লতা মঙ্গেশকর। পরপর এত ধাক্কায় কার্যত ভেঙে পড়েছিলেন আশা। এবার আনন্দের শারীরিক অসুস্থতা যাতে তাঁর উপর অত্যধিক মানসিক চাপ ফেলতে না পারে সেই প্রার্থনা করছিলেন অনুরাগীরা। অবশেষে আনন্দ বিপন্মুক্ত। মানসিক স্বস্তি পেয়েছেন মা-ও।