SSR: মর্মান্তিক! দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 16, 2021 | 4:45 PM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা থেকে ফিরছিলেন তাঁরা। সুশান্তের জামাইবাবু ওপিসিংয়ের দিদির শেষকৃত্যে অংশ নিতে গিয়েছিলেন। সুমো করে ফিরছিলেন সবাই।

SSR: মর্মান্তিক! দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য
প্রাণ হারালেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্য

Follow Us

পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের পরিবারের পাঁচ সদস্য। মারা গিয়েছেন গাড়ির চালকও। মঙ্গলবার সকালে বিহারের লখাইসরাই জেলায় ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ৩৩৩ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে সুশান্তের পরিবারের গাড়ির মুখোমুখি সংঘর্ষেই মৃত্যু হয় তাঁদের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাটনা থেকে ফিরছিলেন তাঁরা। সুশান্তের জামাইবাবু ওপিসিংয়ের দিদির শেষকৃত্যে অংশ নিতে গিয়েছিলেন। সুমো করে ফিরছিলেন সবাই। গাড়িতে ছিলেন মোট দশ জন। আচমকাই বিপরীত দিক থেকে ছুটে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এসইউভিটির। ড্রাইভার সহ মোট ছয় জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছে লালজিৎ সিং (সুশান্তের জামাইবাবুর ভায়রা ভাই), তাঁর দুই সন্তান। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। প্রয়াত চালকের নাম প্রীতম কুমার। একই পরিবারের পাঁচ সদস্যর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

১৪ জুন, ২০২০। দিনটা কেড়ে নিয়েছিল এক প্রতিভাবান অভিনেতাকে। সুশান্ত সিং রাজপুত। বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্টে পাওয়া গিয়েছিল তাঁর ঝুলন্ত দেহ। এই রহস্যজনক মৃত্যুর আজও কিনারা হয়নি। একাংশের মত, তিনি আত্মহত্যা করেছিলেন। একাংশ মনে করেন, তিনি আর যাই করুন আত্মহত্যা করতে পারেন না। এক বছর পার হলেও সুশান্তের মৃত্যুর শোক কাটাতে পারেননি তাঁর ভক্তরা। এবার তাঁর পরিবারের বিপর্যয়ের খবরে মন আবারও খারাপ তাঁদের।

আরও পড়ুন- Badhaai Do: কবে মুক্তি পাচ্ছে ‘বাধাই দো’, জানালেন ভূমি

Next Article