Exclusive Chanchal Chowdhury: বাংলাদেশে দিওয়ালি সেলিব্রেশন থেকে ভারতের বুকে কাজের প্রস্তাব, কী বললেন চঞ্চল চৌধুরী

Tollywood: দেখুন ডাক পাওয়া আর কাজটা হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য বর্তমান। ডাক তো কতই পাই। কাজের প্রস্তাবও আসে সপ্তাহে-সপ্তাহে।

Exclusive Chanchal Chowdhury: বাংলাদেশে দিওয়ালি সেলিব্রেশন থেকে ভারতের বুকে কাজের প্রস্তাব, কী বললেন চঞ্চল চৌধুরী
Follow Us:
| Edited By: | Updated on: Oct 25, 2022 | 7:59 PM

জয়িতা চন্দ্র

সেল নম্বর ১৪৫, কারাগারের এক অজানা রহস্য, যেখানে পরতে-পরতে ছড়িয়ে থাকা এক অজানা ভয়, সঙ্গে এক অজ্ঞাত পরিচয়ের কয়দি। সারা ওয়েব সিরিজ জুড়ে যিনি একটি মাত্র কথা বলেন, দর্শক মুখিয়ে তাঁর মুখ থেকে উত্তর শোনার অপেক্ষায়, বাংলাদেশের সেই অভিনেতা চঞ্চল চৌধুরী দিওয়ালিতে টিভি ৯ বাংলার সঙ্গে খোলামেলা আড্ডায়।

দিওয়ালির সন্ধ্যায় বাংলাদেশের সিনে-ইন্ডাস্ট্রির ছবিটা কেমন, সেলিব্রেশন কি হয়?

প্রথমেই বলি আমি ধর্মীয় বিষয় কথা খুব একটা বলি না। তবে আপনি যেহেতু হলছেন উৎসব, সে ক্ষেত্রে বলতে পারি- না, তেমন ভাবে নয়। কারণ এখানে সামগ্রিকভাবে তো দিওয়ালি সেলিব্রেশন হয় না, যেমনটা ভারতে হয়ে থাকে। এখানের ছবিটা একটু অন্যরকম। মানে ধরুন যে বা যাঁরা এই ধর্মের সঙ্গে যুক্ত, তাঁরা নিজেদের মতো করে সেলিব্রেশন করেন। কিন্তু যাঁরা নন, তাঁরা এই উৎসবে সেভাবে গা ভাসান না। ফলে আমি কালও শুটিং করেছি। দিওয়ালিতে আলাদা করে এখানে তেমন কিছু মনে হয় না।

তাহলে বাংলাদেশে সিনে-ইন্ডাস্ট্রির ছুটি মানে ঈদ-দুর্গাপুজো?

ঈদ এখানে বরাবরই ভীষণ বড় করে সেলিব্রেশন করা হয়। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হওয়া, চারদিন ধরে নাটক করা, বিভিন্ন চ্যানেলেও অনুষ্ঠান হয়। আগে থেকে পরিকল্পনা করা, নতুন কিছু উপস্থাপনা করার প্রভৃতি। গত তিন চার বছর ধরে দুর্গাপুজোতেও তেমনটাই হচ্ছে। একটা সেলিব্রেশন চলে সকলের মধ্যে এই সময়গুলোতে। আগে থেকে কাজ করে রাখা, কাজের ব্যস্ততা বেড়ে যাওয়া, ছুটির মেজাজ, উৎসব বলতে যা যা বোঝায় সবটাই হয়।

টলিউড থেকে কী ডাক পেলেন চঞ্চল চৌধুরী? 

দেখুন ডাক পাওয়া আর কাজটা হয়ে যাওয়ার মধ্যে পার্থক্য বর্তমান। ডাক তো কতই পাই। কাজের প্রস্তাবও আসে সপ্তাহে-সপ্তাহে। তবে আমি বেশি স্বাচ্ছন্দ বোধ করি আমার দেশেই কাজ করতে। একটা কাজ হতে গেলে তো অনেককিছু দেখতে হয়, প্রযোজনা সংস্থার যেমন কিছু চাহিদা থাকে, আমারও কিছু পছন্দ-অপছন্দ থাকে। সব মিলিয়ে ওই, ডাক থাকলেও ব্যাটে-বলে ঠিক হয়ে উঠছে না। তবে কী এখন ওটিটি-তে কাজ করলে তো সকলেই দেখতে পায়, সেটা আলাদা। তবে নির্দিষ্ট করে কলকাতা থেকে এখনও কোনও কাজের কথা তেমনভাবে এগোয়নি।

বলিউড নিয়ে একটা খবর ছড়িয়েছিল, সে ক্ষেত্রে কি কথা কিছু এগিয়েছে? 

ওই যে বললাম, কথা তো কতই হয়। হ্যাঁ, এটা সত্যি যে কথা হয়েছিল। তবে তারপর আর কিছু এগোয়নি। আসলে আমারও এখানে কাজ থাকে, তারিখের বিষয়টা তো রয়েছেই। দূরত্বের কারণে কিছুটা সংযোগ রাখা বা যেভাবে আমি আমার দেশে সহজেই যোগাযোগটা করতে পারি, সেটা তো অন্যদেশে সম্ভব হয় না। তাই কথা বললেও, সেই কাজটা হয়ে উঠতে সময় লাগে। ফলে বলিউডে কথা হয়েছিল, কাজটার এখনও কোনও খবর নেই। তবে হ্যাঁ, ভাল কাজ পেলে অবশ্যই করব। ভাল চরিত্র সব অভিনেতারই একটা খিদের জায়গা, আমার ক্ষেত্রেও তাই। ফলে আপাতত, টলিউড বা বলিউড অর্থাৎ ভারতের সঙ্গে কোনও কাজেরই সেভাবে কোনও খবর নেই যে এটা করছি, এটা হচ্ছে।