Bappi Lahiri: স্বরযন্ত্রে কোভিডের কোপ! বন্ধ কথা, কণ্ঠস্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ি?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Sep 18, 2021 | 5:13 PM

গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক-কম্পোজার বাপ্পি লাহিড়ি। কোভিডের পাশাপাশি তাঁর ফুসফুসের সমস্যারও চিকিৎসা চলেছিল।

Bappi Lahiri: স্বরযন্ত্রে কোভিডের কোপ! বন্ধ কথা, কণ্ঠস্বর হারিয়েছেন বাপ্পি লাহিড়ি?
বাপ্পি লাহিড়ি।

Follow Us

কোভিড থেকে সেরে ওঠার পর কেমন আছেন কিংবদন্তী গায়ক-কম্পোজার বাপ্পি লাহিড়ি? খবর রটেছে কোভিড থেকে সেরে ওঠার পরেই নাকি স্বরযন্ত্রে সমস্যা দেখা গিয়েছে তাঁর। রটেছে কণ্ঠস্বর নাকি চিরতরে হারিয়ে গিয়েছে গায়কের। সত্যিই কি তাই? বাবার স্বাস্থ্য নিয়ে আপডেট দিলেন ছেলে বাপ্পা।

গত এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন গায়ক-কম্পোজার বাপ্পি লাহিড়ি। কোভিডের পাশাপাশি তাঁর ফুসফুসের সমস্যারও চিকিৎসা চলেছিল। যদিও কোভিড নেগেটিভ হয়ে কিছুদিনের মধ্যে বাড়ি ফিরে আসেন তিনি। সূত্র বলছে কোভিড নেগেটিভ হলেও দুর্বলতা রয়েছে তাঁর। আপাতত নাকি হুইলচেয়ারেই যাতায়াত করতে হচ্ছে তাঁকে। এমনকি জুহুর বাংলোতে তাঁর সুবিধার জন্য লাগানো হয়েছে একটি লিফটও। সূত্র বলছে, “যারা বাপিদাকে এই কয় মাসে দেখতে এসেছেন তাঁরা সবাই বলেছেন শরীর মোটেও ভাল নেই তাঁর। কিছুদিন ধরে তিনি কথাও বলছেন না। আর সে কারণেই অনেকেই মনে করছে বাকশক্তি বুঝি হারিয়ে ফেলেছেন তিনি।”

যদিও এ সব রটনার মাঝেই সংবাদমাধ্যমকে সুরকারের ছেলে বাপ্পা জানিয়েছেন, চিকিৎসাজনিত কারণেই ইচ্ছাকৃত কথা বন্ধ রেখেছেন তাঁর বাবা। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, “কোভিডের পাশাপাশি বাবার ফুসফুসেরও সমস্যা দেখা দিয়েছিল। বাবাকে কথা বলতে বারণ করা হয়েছে। আর সে কারণেই রটেছে বাবা স্বর হারিয়ে ফেলেছে।” তিনি আরও যোগ করেন, “বাবা অসুস্থ। কিন্তু তাঁর প্রাণশক্তি তুঙ্গে। ভাইরাস হয়তো বাবাকে কাবু করেছে কিছুটা। সহজেই ক্লান্ত হয়ে পড়ছেন। কিন্তু তিনি দ্রুত সুস্থতার পথে এগচ্ছেন।” হুইলচেয়ারে বাবার চলাফেরা নিয়ে তাঁর বক্তব্য, “ডাক্তার বাবার আর এক হাঁটুও প্রতিস্থাপন করার কথা বলেছে। যদিও আমাদের কোনও তাড়া নেই।” প্রসঙ্গত, এই বছরের শুরুতে বাপ্পির এক হাঁটু প্রতিস্থাপন হয়।

বাবার অসুস্থতার খবরের মাঝেই বাপ্পা জানালেন, এই পুজোতেও নিজের কাজ নিয়ে থেমে নেই বাপ্পি। ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে একটি দুর্গা পুজোর গান রেকর্ড করার কথা রয়েছে তাঁর।” বাপ্পার এই আপডেটে খানিক হলেও স্বস্তিতে তাঁর ভক্তরা। গায়ক দ্রুত সুস্থ হয়ে উঠুন। এমনটাই চাইছেন তাঁরা।

 

Next Article