প্রকাশ্যে BTS-এর নতুন গান, ১২ ঘণ্টায় ভিউজ ছাড়াল কয়েক কোটি

এর আগে এপ্রিল মাসের শেষে গানটির টিজার শেয়ার করেছিল BTS। BTS-এর অনুরাগী বিশ্বজুড়ে, আঞ্চলিক নয়।

প্রকাশ্যে BTS-এর নতুন গান, ১২ ঘণ্টায় ভিউজ ছাড়াল কয়েক কোটি
Follow Us:
| Updated on: May 21, 2021 | 9:43 PM

কথা রেখেছেন ওঁরা। ঠিক ছিল মে মাসেরই ২১ তারিখ মুক্তি পাবে জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড ‘BTS’-এর দ্বিতীয় ইংরেজি গান বাটার। ঠিক সেই মতোই এ দিন প্রকাশ্যে এল গানটি। আর মুক্তি পেতেই সুপারহিট ইতিমধ্যেই গানটি দেখে ফেলেছেন ৬ কোটি, ৩১ লক্ষ ৬০ হাজার ৪৮৬ জন। তালে লাইকের সংখ্যা ৬.৯ মিলিয়ন, আর ডিজলাইক মাত্র সাড়ে আট হাজার।

এর আগে এপ্রিল মাসের শেষে গানটির টিজার শেয়ার করেছিল BTS। BTS-এর অনুরাগী বিশ্বজুড়ে, আঞ্চলিক নয়। ব্যাণ্ডের অ্যাকাউন্ট থেকে ১৫ সেকেন্ডেরযে ছোট্ট ক্লিপিংস শেয়ার করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল মাখন আকৃতির একটি লাভ সাইন ক্রমশ গলে গলে পড়ছে। তখন থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। অবশেষে সেই উত্তেজনার অবসান। ইংরেজি ভাষায় ওই ব্যাণ্ডের প্রথম ইংরাজি স্কোর ‘ডায়নামাইট’ হিট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- ‘ন্যুড ভিডিয়ো’ বিতর্কে মুখ খুললেন রাধিকা আপ্তে

কোরিয়ান মিউজিক গ্রুপ হিসেবে BTS -ই প্রথম যারা গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছে। যদিও গ্র্যামি সম্মান পায়নি তাঁরা। তবু সারা বিশ্বে তাঁদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। BTS ভক্তরা পরিচিত BTS আর্মি হিসেবে।