‘শক্ত থেকো আর্মি…’, ভারতীয় ফ্যানেদের জন্য বার্তা BTS-এর
BTS-থেকে প্রেরিত মেলে লেখা হয়েছে, " আমাদের প্রার্থনা ভারতের সঙ্গে রুয়েছে। শক্ত থেকো আর্মি, আশাহত হোয়ো না।" প্রসঙ্গত BTS ভক্তরা BTSআর্মি হিসেবে পরিচিত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ওই ব্যান্ডের দ্বিতীয় ইংরেজি গান 'বাটার'।
কোরিয়ান মিউজিক গ্রুপ BTS-এর ভক্তসংখ্যা ভারতেও বিপুল। করোনা পরিস্থিতিতে এ বার ভারতকে শক্ত থাকার বার্তা দিন ওই বিদেশী ব্যান্ডটি। সংবাদ সংস্থা পিটিআইয়ের সঙ্গে মেল মারফৎ কথায় এই কঠিন সময়ে ভেঙে না পড়ার আর্জি জানিয়েছেন তাঁরা।
BTS-থেকে প্রেরিত মেলে লেখা হয়েছে, ” আমাদের প্রার্থনা ভারতের সঙ্গে রুয়েছে। শক্ত থেকো আর্মি, আশাহত হোয়ো না।” প্রসঙ্গত BTS ভক্তরা BTSআর্মি হিসেবে পরিচিত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ওই ব্যান্ডের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’। ইতিমধ্যেই সাফল্যের শীর্ষে পৌঁছে গিয়েছে গানটি। ২৪ ঘণ্টায় ভিউজ ছাড়িয়েছে ১১৩ মিলিয়ন যা পিছনে ফেলে দিয়েছে তাঁদের প্রথম ইংরেজি গান ‘ডায়নামাইট’-এর রেকর্ডও। এ প্রসঙ্গে BTS-এর তরফে বক্তব্য, “গ্রীষ্মের কথা মাথায় রেখেই গানটি তৈরি করেছিলাম আমরা। বাটার মনে হল গ্রীষ্মকে ভালভাবে পরিস্ফুট করতে পারবে। এর মধ্যে BTS এর চার্ম রয়েছে। সবার ভাল লাগায় আমরা খুশি।”
আরও পড়ুন- মুনমুন সেনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স, ধারাবাহিকেও অভিনয় করেছেন সুব্রত মুখোপাধ্যায়
এর আগে এপ্রিল মাসের শেষে গানটির টিজার শেয়ার করেছিল BTS।ব্যাণ্ডের অ্যাকাউন্ট থেকে ১৫ সেকেন্ডেরযে ছোট্ট ক্লিপিংস শেয়ার করা হয়েছিল তাতে দেখা গিয়েছিল মাখন আকৃতির একটি লাভ সাইন ক্রমশ গলে গলে পড়ছে। তখন থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে।কোরিয়ান মিউজিক গ্রুপ হিসেবে BTS -ই প্রথম যারা গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছে। যদিও গ্র্যামি সম্মান পায়নি তাঁরা। তবু সারা বিশ্বে তাঁদের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া।