AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pathaan Controversy: সোশ্যাল মিডিয়া থেকে সরানো হোক ‘বেশরম রঙ’, এবার জমা পড়ল শিশুকল্যাণ দফতরের আবেদন

Pathaan: যে গানের দৃশ্যায়ণ নিয়ে এত চর্চা! সেই গান এখনও সোশ্যাল মিডিয়ায় কীভাবে মিলছে? তা ইতিমধ্যে সরিয়ে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে।

Pathaan Controversy: সোশ্যাল মিডিয়া থেকে সরানো হোক 'বেশরম রঙ', এবার জমা পড়ল শিশুকল্যাণ দফতরের আবেদন
| Edited By: | Updated on: Jan 04, 2023 | 4:22 PM
Share

মুক্তি পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে পাঠান ছবির প্রথম গান বেশরম রং। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের আরও এক ধামাকা পারফর্ম সকলের নজর কাড়বে এই মর্মে গানকে বাঁধলেও তা খুব একটা সুখকর হয়নি। ছবির প্রথম গান বেশরম রং যেভাবে বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছিল, সেই রেশ কিছুটা কাটিয়ে দ্বিতীয় ঝুমে জো পাঠান ঘিরে বুঁদ হয় নেটদুনিয়া। তবে প্রথম গানের রেশ টেনে একের পর এক বিতর্ক সকলের মাঝে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, তা নিয়ে চর্চা যখন তুঙ্গে, সেই সময়ই সেন্সর বোর্ডের কাঁচি উষ্কে দিয়েছিল জল্পনা। তবে কি সত্যি ছবি থেকে বাদ যেতে বসেছে একাধিক দৃশ্য! এবার সেই মর্মে প্রশ্ন তুলল শিশু কল্যাণ বিভাব। উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি (সিডব্লিউসি) স্থানীয় ডিজিপিকে (Director General of Police) ‘পাঠান’ ছবির গান ‘বেশারম রং’-এর বিশেষ কিছু দৃশ্য় নিয়ে এবার প্রশ্ন তুলেছে।

যে গানের দৃশ্যায়ণ নিয়ে এত চর্চা! সেই গান এখনও সোশ্যাল মিডিয়ায় কীভাবে মিলছে? তা ইতিমধ্যে সরিয়ে ফেলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। এই দাবী তোলেন তাঁরা। কারণ শিশু-কিশোর মনে এই গানের খারাপ প্রভাব পড়তে পারে বলেই দাবি করেন তাঁরা। যা নিয়ে শুরু হয় নয়া চর্চা। যদিও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে আসছে পাঠান ছবির বেশকিছু অংশ নাকি পাল্টে ফেলার কাজ চলছে। পরবর্তন করা হবে পোশাকের রঙও।

বেশরম রং বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিলেও বর্তমানে তা ১০০ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। ঝুমে জো পাঠানের ক্ষেত্রেও ঝড়ের গতিতে বেড়ে চলেছে ভিউ লাইক কমেন্ট। তবে খুব একটা বিতর্কে কেন্দ্রে জায়গা করে নেয়নি পাঠান ছবি দ্বিতীয় গান। কারণ একটাই, এক্ষেত্রে গানের সেই দাপট নজরে এল না, তাই গানের প্রাপ্তী হিসেবে শাহরুখ খানের লুকটাই অবলম্বণ মাত্র। সব মিলিয়ে পাঠান ছবির গানের সফর খুব একটা আশা দেখাচ্ছে না ভক্তমনে। এখন দেখার, ছবির ভবিষ্যৎ কী?