Coke Studio Bengali: বাংলাদেশের ঢাকাতে চুপিসারে শুটিং গুটিয়ে ফেলল কোক স্টুডিয়ো, খুব তাড়াতাড়ি আসছে টিজার…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 29, 2022 | 3:40 PM

জানুয়ারির মাঝামাঝি সময়ে এই অনুষ্ঠানের শুটিং শুরু হয়েছিল। এর আগে বছরের শুরুর দিকে সেট নির্মাণের কাজ শেষ করে কোক স্টুডিয়ো। বাংলাদেশের লোকসংস্কৃতির নানা প্রেক্ষাপটে স্টুডিয়োটি সাজানো হয়েছে।

Coke Studio Bengali: বাংলাদেশের ঢাকাতে চুপিসারে শুটিং গুটিয়ে ফেলল কোক স্টুডিয়ো, খুব তাড়াতাড়ি আসছে টিজার...
ছবির সৌজন্যে দ্য ডেইলি স্টার

Follow Us

কোক স্টুডিয়োর কথা কম বেশি সকলেই আমরা জানি। ভারত ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে জনপ্রিয় মিউজিক শো কোক স্টুডিয়ো ইতিমধ্যেই বিনোদনের জগতে একটা অতিরিক্ত মাত্রা যোগ করেছে। এবার সেই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছে বাংলাদেশ। খুব তাড়াতাড়িই কোক স্টুডিয়ো বাংলা উপলব্ধ হতে চলেছে।

অনুষ্ঠানটিতে দেশের খ্যাতিমান সংগীতশিল্পীদের নিয়ে কোনও নির্দিষ্ট গানের একটা দারুণ সংস্করণ উপস্থাপন করে। ইতিমধ্যেই শুটিং শেষ করে ফেলেছে কোক স্টুডিয়ো। শুটিং হয়েছে বাংলাদেশের ঢাকায়। তবে চারদিকে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। সূত্রের খবর, অনুষ্ঠানের কলাকুশলীরা দীপ্ত টিভি ভবনের দ্বিতীয় তলায় কাজ করেছেন। শিল্পীদের প্রবেশের জন্য টিভি চ্যানেলের পিছনে বিশেষ গেট ব্যবহার করা হয়।

সূত্র আরও জানায়, জানুয়ারির মাঝামাঝি সময়ে এই অনুষ্ঠানের শুটিং শুরু হয়েছিল। এর আগে বছরের শুরুর দিকে সেট নির্মাণের কাজ শেষ করে কোক স্টুডিয়ো। বাংলাদেশের লোকসংস্কৃতির নানা প্রেক্ষাপটে স্টুডিয়োটি সাজানো হয়েছে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন বাপ্পা মজুমদার, সায়ন চৌধুরী অর্ণব, মমতাজ, পান্থ কানাই ছাড়া আরও অনেক গায়ক।

শোনা যাচ্ছে, কোক স্টুডিয়োর তত্ত্বাবধানে গ্রে ঢাকা বলে একটি সংস্থা এই পুরো আয়োজনটি করেছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানটির একটি প্রোমোও শ্যুট করা হয়েছে। এখন দেখার, বাংলাদেশের অন্যান্য বিখ্যাত শিল্পী যেমন ব্যাসবাবা সুমন, রাফা, তাহশানের পাশাপাশি নতুন শিল্পী তথা আফটারম্যাথের মতো ব্যান্ড বা আহমেদ হাসান সানির মতো তরুণ গায়কদের মধ্যে মেলবন্ধন ঘটে কি না।

আরও পড়ুন: Indian Karaoke Recording App: শুরু হল প্রথম ভারতীয় কারাওকে রেকর্ডিং অ্যাপ ‘স্টার মঞ্চ’-এর যাত্রা

আরও পড়ুন: Sandhya Mukhopadhyay: ‘এই ভয়টাই পেয়েছিলাম, ঘেন্না করছে, ছিঃ!’, সন্ধ্যার অসুস্থতায় তোপ কবীর সুমনের

আরও পড়ুন: Sandhya Mukherjee-Rashid Khan-Iman Chakraborty: ‘ভারত রত্ন দেওয়া উচিত ছিল সন্ধ্যাদিকে’, মত বাংলার সঙ্গীত জগতের

Next Article