Theatre-Covid: করোনার কারণে ফের বাতিল একাধিক নাটকের শো, মাথায় হাত নাট্যজগতের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 03, 2022 | 4:05 PM

বেশকিছু নাটকের শো হওয়ার কথা ছিল। 'ছিল' কারণ ফের চিত্র পালটাচ্ছে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন ভেরিয়্যান্ট ওমিক্রন হানা দিয়েছে। সেই সঙ্গে বাড়ছে উদ্বেগও। রাশ টানা হচ্ছে ফের। ফের বিধিনিষেধ। আসন্ন নাটকের শো-এ পড়ল সেই কোপ। জানিয়েছেন, পৌলমী বসু, দেবেশ চট্টোপাধ্যায়ের মতো নাট্য ব্যক্তিত্বরা।

Theatre-Covid: করোনার কারণে ফের বাতিল একাধিক নাটকের শো, মাথায় হাত নাট্যজগতের
সৌমিত্র চট্টোপাধ্যায়ের লেখা 'টাইপিস্ট' নাটকে পৌলমী বসু ও দেব শঙ্কর হালদার।

Follow Us

করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় থমকে ছিল থিয়েটার। হল বন্ধ, নাটকের শো বন্ধ.. যুগ যুগ ধরে নানাবিধ সংকটের সম্মুখীন হয়েছিল থিয়েটার। কিন্তু কোনওদিনও দর্শক সংকটে পড়েনি। করোনা পরিস্থিতিতে দর্শক সংকটে পড়েছে থিয়েটারজগৎ। পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের শুরু করেছিল নাটকের শো। কিছুদিন আগে ‘নান্দীকার’ পালন করল তাঁদের উৎসব। ‘মুখোমুখি’ নাট্যদলও শো করেছে। ‘মেফিস্টো’র মতো আরও অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। আরও নাটকের শো হওয়ার কথা ছিল। ‘ছিল’ কারণ ফের চিত্র পালটাচ্ছে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। নতুন ভেরিয়্যান্ট ওমিক্রন হানা দিয়েছে। সেই সঙ্গে বাড়ছে উদ্বেগও। রাশ টানা হচ্ছে ফের। ফের বিধিনিষেধ। আসন্ন নাটকের শো-এ পড়ল সেই কোপ। জানিয়েছেন পৌলমী বসু, দেবেশ চট্টোপাধ্যায়ের মতো নাট্য ব্যক্তিত্বরা।

পৌলমী বসু তাঁর ফেসবুক পোস্টে দুঃখপ্রকাশ করে লিখেছেন, “খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, ৯ জানুয়ারি মধুসূদন মঞ্চে যে ‘টাইপিস্ট’ আর ‘হপ্তাছুট’-এর শো হওয়ার কথা ছিল, তা এই কোভিড পরিস্থিতির কারণে পোস্টপোন করা হল… রিয়েলি সরি।”

একইভাবে নাট্য ব্যক্তিত্ব দেবেশ চট্টোপাধ্য়ায় তাঁর পোস্টে বলেছেন, “৯ জানুয়ারি ‘শের আফগান’-এর শো করা যাচ্ছে না। সন্ধ্যা ৭টায় লোকাল ট্রেন বন্ধ, আমাদের দলের ছেলেমেয়েরা যারা দূরে থাকে শো-র পর ট্রেনে বাড়ি ফিরতে পারবে না। আর যারা কাছেপিঠে থাকে তারাও শো-র শেষে বাড়ি ফিরতে পারবে না, কারণ রাত ১০টা থেকে নাইট কারফিউ। ‍এক‍ই বিষয় প্রযোজ্য দর্শকদের ক্ষেত্রেও। আমরা দুঃখিত। যারা অনলাইনে টিকিট কেটেছেন, তারা টিকিটের অর্থ ফেরত পাবেন। আশাকরি এই পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই আমরা আপনাদের মুখোমুখি হতে পারব।”

আরও পড়ুন: Omicron cases in india: আবারও বিধিনিষেধ, চিন্তার ভাঁজ টলিপাড়ার টেকনিশিয়ানদের কপালে

Next Article