Deepika Padukone: সব মিথ্যে, ‘জওয়ান’-এর ওই ১৫ মিনিটের জন্য এক টাকাও নেননি দীপিকা!
Deepika Padukone: এতদিন শোনা গিয়েছিল, শাহরুখ খানের ১০০ কোটি পারিশ্রমিকের পর এই ছবিতে নাকি সব থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ কী! দীপিকা যা বললেন সম্প্রতি, তা তো গুলিয়ে দিল সব কিছুই।
‘জওয়ান’ ছবিতে যে দীপিকা পাড়ুকোনের কেমিও রয়েছে, এ কথা কারও অজানা নেই এই মুহূর্তে। বিক্রম রাথোড়ের স্ত্রী হিসেবে দেখা গিয়েছে তাঁকে। কে এই বিক্রম রাথোড়? তা যদিও ছবিটি দেখলেই আপনি জানতে পারবেন। এতদিন শোনা গিয়েছিল, শাহরুখ খানের ১০০ কোটি পারিশ্রমিকের পর এই ছবিতে নাকি সব থেকে বেশি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এ কী! দীপিকা যা বললেন সম্প্রতি, তা তো গুলিয়ে দিল সব কিছুই।
শাহরুখের সঙ্গে নিজের কেমিস্ট্রির কথা শেয়ার করতে গিয়ে দীপিকা বলেন, “আমরা হলাম দু’জনের লাকি চার্ম। সত্যি কথা বলতে কি আমরা ভাগ্যেরও বেশি। আমাদের দু’জনের দু’জনের উপর অধিক্র বোধ রয়েছে।” এর পরেই তিনি জানান, জীবনে যে কয়েকটি ‘স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স’-এ দেখা গিয়েছেন তাঁকে, সেই সব কয়টির জন্য একটি টাকাও নেননি তিনি। এ প্রসঙ্গে তিনি টেনে এনেছেন ‘৮৩’র কথাও। তাঁর কথায়, “আমি ওই ছবি করতে চেয়েছিলাম কারণ, সবাইকে দেখাতে চেয়েছিলাম একজন স্বামীর উন্নতির নেপথ্যে তাঁর স্ত্রীর স্বার্থত্যাগ। শুধু তাই নয়, রোহিত শেট্টি অথবা শাহরুখ খানের জন্য কোনও কেমিও অ্যাপিয়ারেন্সে যদি আমায় দরকার হয়, তবে আমি রয়েছি।”
এ কথা কে না জানেন, বলিউডে দীপিকা পাড়ুকোনের কেরিয়ার শুরু কিন্তু শাহরুখের হাত ধরেই। তাঁদের প্রথম ছবি ছিল ‘ওম শান্তি ওম’। ওই ছবি থেকেই শাহরুখ ও দীপিকার কেমিস্ট্রি সকলের ভাল লেগেছিল। এর পর প্রায় পাঁচটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। প্রায় সব কয়টি ছবিই কিন্তু হিট হয়েছে বক্সঅফিসে।