সাড়ে চার বছর পর আবারও হলিউড পাড়ি দীপিকার, রয়েছে ‘টোয়ালাইট’ যোগ!

ছপক ছবি দিয়েই প্রযোজক হিসেবে হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর। কেএ প্রযোজনা সংস্থার মালিক তিনি। তাঁর এই হলিউড প্রজেক্ট কেএ প্রযোজনা সংস্থা ছাড়াও প্রযোজনা করতে চলেছেন, এসটিএক্স নামক এক প্রযোজনা সংস্থা।

সাড়ে চার বছর পর আবারও হলিউড পাড়ি দীপিকার, রয়েছে 'টোয়ালাইট' যোগ!
দীপিকা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2021 | 4:38 PM

আবারও হলিউডে পাড়ি দিচ্ছেন দীপিকা পাড়ুকোন। ভিন ডিজেলের সঙ্গে xXx: Return of Xander Cage- এ অভিনয়ের পর ফের একবার মুম্বই থেকে পাড়ি দিতে চলেছেন হাজার হাজার কিলোমিটার দূর। এখানেই শেষ নয়, অভিনয়ের পাশাপাশি ওই ছবির সহ-প্রযোজকের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে।

ছপক ছবি দিয়েই প্রযোজক হিসেবে হাতেখড়ি হয়েছে অভিনেত্রীর। কেএ প্রযোজনা সংস্থার মালিক তিনি। তাঁর এই হলিউড প্রজেক্ট কেএ প্রযোজনা সংস্থা ছাড়াও প্রযোজনা করতে চলেছেন, এসটিএক্স নামক এক প্রযোজনা সংস্থা। এ ছাড়াও হাত মিলিয়েছে হলিউডের নাম করা টেম্পল হিল প্রযোজনা সংস্থাও। টেম্পল হিল এর আগে টোয়াইলাইট, দ্য ফল্ট ইন আওয়ার স্টারসের মতো জনপ্রিয় হলিউড ছবি প্রযোজনা করেছে।

তাঁর নতুন হলিউড ছবি নিয়ে উচ্ছ্বসিত দীপিকা। তিনি বলেন, “প্রযোজনা সংস্থা খুলেছিলাম সারা বিশ্বে প্রয়োজনীয় কনটেন্ট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। এসটিএক্স ফিল্মস ও টেম্পল হল প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে আমি উচ্ছ্বসিত। ক্রিয়েটিভ দিককে আরও এগিয়ে নিয়ে যেতে ও ক্রস কালচার সংস্কৃতিকে ছবির মাধ্যমে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।” শোনা যাচ্ছে, ছবিটি আদপে রোম্যান্টিক কমেডি।

২০২০ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশের পর ছপকই ছিল দীপিকার প্রথম প্রযোজিত ছবি। এ ছাড়াও হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকও নিজের ব্যানার থেকে প্রযোজনা করতে চলেছেন অভিনেত্রী। তাঁর হাতে রয়েছে একগুচ্ছ ছবি। শকুন বাত্রার আসন্ন ছবিতে দেখা যাবে তাঁকে। ওই ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অনন্যা পান্ডেকে। রয়েছে হৃতিক রোশনের সঙ্গে ফাইটার, এ ছাড়াও প্রভাসের সঙ্গে একটি ছবিতেও দেখা যাবে তাঁকে।

একদিকে হাতে গুচ্ছ প্রজেক্ট, অন্যদিকে সম্প্রতি বিতর্কেও জড়িয়েছেন অভিনেত্রী। জিয়া খানের শেষকৃত্যে যে কুর্তি পরেছিলেন দীপিকা ৮ বছর পর সেই কুর্তিই নিলামে দিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কা চোপড়ার বাবা মারা যাওয়ার পরেও যে পোশাক পরে অভিনেত্রীকে সান্ত্বনা দিতে এসেছিলেন দীপিকা সেই পোশাকও নিলামে দিয়েছিলেন ‘পদ্মাবতী’। মাঝেমধ্যেই দীপিকা তাঁর পোশাক নিলামে দেন, এ খবর সকলেরই জানা। এক অলাভজনক সংস্থা লিভ লাভ লাফ-এর পাশে দাঁড়াতেই তাঁর এই উদ্যোগ। যে পয়সা ওঠে তার পুরোটাই ওই সংস্থাকে দান করেন দীপিকা। এ কারণে আগে প্রশংসিত হয়েছেন তিনি। কিন্তু যে দুই পোশাক এই বার তিনি নিলামে দিয়েছেন তার সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু স্মৃতি, বেশ কিছু মানুষের শেষ সময়ের গন্ধ মাখা আখ্যান। আর সে কারণেই দীপিকার উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। একজন লিখেছিলেন, “দীপিকা আমার প্রিয়। কিন্তু কী করে ও এমনটা করতে পারে আমার কিছুতেই মাথায় আসছে না।” আর একজনের বক্তব্য, “ওই দুই কুর্তি তো শুধু কুর্তি নয়। জিয়ার মৃত্যু বলিউডে কী প্রভাব ফেলেছিল তা তো সবার জানা। দীপিকার এই কাজ আমায় ভীষণ কষ্ট দিয়েছে। যদি দান করতেই হতো দরকার রয়েছে এমন কোনও মানুষকে বিনামূল্যে দিতে পারত। এটি দেখার পর আমার একটা কথাই মনে হয়েছে, দীপিকা তুমি ক্লাসলেস।”

যদিও ট্রোলকে পাত্তা দিতে তিনি নারাজ, আপাতত নিজের আসন্ন ছবি নিয়ে তিনি ব্যস্ত।

আরও পড়ুন- আরও সুরেলা গাইতেই ঋতুদা বলে উঠলেন ‘রেকর্ডিং বন্ধ করো’, ভাবলাম সব শেষ: চান্দ্রেয়ী ঘোষ