Arijit Singh: ‘পায়ে কী হয়েছে’? নেপাল কনসার্টে অরিজিৎকে দেখে মহা আশঙ্কায় ভক্তরা
Arijit Singh: মন ভাল নেই অরিজিৎ ভক্তদের। 'কী হয়েছে তাঁদের প্রিয় গায়কের'?-- কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁরা! তবে ভিডিয়ো ভাইরাল হতেই তাঁদের মনে ঘনিয়েছে আশঙ্কার কালো মেঘ। ঠিক কী ঘটেছে? শীতের মরসুমে কখনও কলকাতা, কখনও মুম্বই, কখনও দিল্লি আবার কখনও বা বিদেশেও গান গেয়ে বেড়াচ্ছেন অরিজিৎ সিং।

মন ভাল নেই অরিজিৎ ভক্তদের। ‘কী হয়েছে তাঁদের প্রিয় গায়কের’?– কিছুতেই বুঝে উঠতে পারছেন না তাঁরা! তবে ভিডিয়ো ভাইরাল হতেই তাঁদের মনে ঘনিয়েছে আশঙ্কার কালো মেঘ। ঠিক কী ঘটেছে? শীতের মরসুমে কখনও কলকাতা, কখনও মুম্বই, কখনও দিল্লি আবার কখনও বা বিদেশেও গান গেয়ে বেড়াচ্ছেন অরিজিৎ সিং। আজ অর্থাৎ শনিবার নেপালদে তাঁর শো। শো’র আগে তাঁর যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তা দেখেই রীতিমতো চমকে গেলেন তাঁর ভক্তরা। কেন জানেন? ভাইরাল ভিডিয়োতে স্পষ্টতই দেখা যাচ্ছে স্টেজে উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন গায়ক। যা দেখে ভক্তদের কমেন্ট, “কী হয়েছে পায়ে আপনার? কেন খুঁড়িয়ে হাঁটছেন”? তবে যাই হয়ে যাক না কেন, ‘শো মাস্ট গো অন’। এ দিন সন্ধে বেলায় নির্ধারিত সময়েই শুরু হয়েছে শো। নেপালের দর্শকদের কাছে টানতেও নেপালি গানও গাইতেও শোনা গিয়েছেন গায়ককে।
অরিজিৎ সিং মানেই মাটির কাছাকাছি থাকা এক মানুষ। বাংলার সর্বোচ্চ করদাতাদের একজন হয়েও এখনও পুজোয় পরিবার নিয়ে স্কুটি করে ঠাকুর দেখতে বের হন। চাইলেই ছেলেকে নামজাদা স্কুলে ভর্তি করাতেই পারতেন। কিন্তু না করিয়ে বেছে নিয়েছেন জিয়াগঞ্জের এক স্কুল। এতেই তাঁর আনন্দ। সকল জাঁকজমককে সরিয়ে রেখে তিনি জীবন যাপন করেন নিজের শর্তে।
View this post on Instagram
