Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দ্য ফ্যামিলি ম্যান’-এর শুচি বাস্তব জীবনে বিদ্যার নিকট আত্মীয়, কেমন সম্পর্ক তাঁদের?

The Family Man 2: প্রিয়মণি এবং বিদ্যা দু'জনেই সম্পর্কে তুতো বোন। যদিও দুজনের আলাপ-পরিচয় সেভাবে নেই বললেই চলে। বছর কয়েক আগে একবার এক সাক্ষাৎকারে এ খবর নিজেই জানিয়েছিলেন প্রিয়মণি।

'দ্য ফ্যামিলি ম্যান'-এর শুচি বাস্তব জীবনে বিদ্যার নিকট আত্মীয়, কেমন সম্পর্ক তাঁদের?
বিদ্যা ও প্রিয়মণি
Follow Us:
| Edited By: | Updated on: Jun 09, 2021 | 7:20 PM

আপনি যদি দক্ষিণী সিনেমার ভক্ত না-ও হন তা হলেও ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দৌলতে শুচিকে নিশ্চয়ই চেনেন? শুচি ওরফে প্রিয়মণি। এই প্রিয়মণিই আবার সম্পর্কে বিদ্যা বালানের আত্মীয়– এ খবর কি আপনি জানতেন?

প্রিয়মণি এবং বিদ্যা দু’জনেই সম্পর্কে তুতো বোন। যদিও দুজনের আলাপ-পরিচয় সেভাবে নেই বললেই চলে। বছর কয়েক আগে একবার এক সাক্ষাৎকারে এ খবর নিজেই জানিয়েছিলেন প্রিয়মণি। তিনি বলেছিলেন, “হ্যাঁ। আমরা সেকন্ড কাজিন। যদিও ব্যক্তিগত ভাবে আমাএ বিদ্যার সঙ্গে আলাপ নেই। কিন্ত ওঁর বাবার সঙ্গে রয়েছে। মুম্বই এলেই আমি ওঁর বাবার সঙ্গে দেখা করে যাই।” তিনি জানান, তাঁর সঙ্গে বিদ্যার পরিবারগত সম্পর্ক কী, তা তাঁর কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। যা গুরুত্বপূর্ণ তা হল, বিদ্যার অভিনয়ের ভক্ত তিনি।

View this post on Instagram

A post shared by Priya Mani Raj (@pillumani)

তিনি যোগ করেন, “ওর জন্য আমি গর্বিত। ও মারাত্মক অভিনেতা।” যদিও কাজের ব্যাপারে তিনি বিদ্যার টিপস না নেওয়ার কথাই বলেছিলেন সে সময়। বলেছিলেন, “কিছু মানুষ হয়তো উপরে ওঠার জন্য ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগায়। কিন্তু আমি তেমনটা নই।” প্রসঙ্গত, এই দুই বোনই কিন্তু জাতীয় পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুন, ‘ফ্যামিলি ম্যান’-এ নয়, বাস্তবে মনোজ এবং সাহাবের কেমন সম্পর্ক?

সদ্য মুক্তিপ্রাপ্ত ফ্যামিলি ম্যানে শুচির কথা এখন লোকের মুখে মুখে। অন্যদিকে বিদ্যাও তাঁর আগামী ছবি ‘শেরনি মুক্তির অপেক্ষায়’