‘ফ্যামিলি ম্যান’-এ নয়, বাস্তবে মনোজ এবং সাহাবের কেমন সম্পর্ক?
রাজ এবং ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন দিন কয়েক আগে মুক্তি পেয়েছে। মনোজ বাজপেয়ী রয়েছেন মুখ্য ভূমিকায়। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। আর সাজিদের চরিত্র আলাদা করে মনে রাখবেন দর্শক।
সাহাব আলি। না, এই নামে বলিউড অভিনেতাকে হয়তো আপনি চিনবেন না। কিন্তু ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ দেখে থাকলে একবারে মনে করতে পারবেন ‘সাজিদ’কে। হ্যাঁ, এই ওয়েব সিজিরে সাহাবের অভিনীত চরিত্রের নাম সাজিদ। অন্যতম নেগেটিভ চরিত্র। সদ্য এই সিরিজে কাজ করার অভিনজ্ঞতা শেয়ার করলেন তিনি।
রাজ এবং ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর দ্বিতীয় সিজন দিন কয়েক আগে মুক্তি পেয়েছে। মনোজ বাজপেয়ী রয়েছেন মুখ্য ভূমিকায়। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনও দর্শক মহলে সাড়া ফেলে দিয়েছে। আর সাজিদের চরিত্র আলাদা করে মনে রাখবেন দর্শক।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহাব বলেন, “সাজিদ কারও কথা শুনে চলতে খুব একটা পছন্দ করে না। নিজের মতো করে কাজ করা তার পছন্দের। বম্ব স্পেশালিস্ট। আইএসআইসের থেকে ট্রেনিং প্রাপ্ত জেহাদি। হিসেব করে চলে। অথচ প্রয়োজনে অত্যন্ত অ্যাগ্রেসিভ।”
ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাক্তনী সাহাব যখন মনোজের বিপরীতে অভিনয় করার সুযোগ পেলেন, সেই মুহূর্ত তাঁর কাছে ছিল স্বপ্নপূরণের সামিল। তাঁর কথায়, “ট্রেনিংয়ের সময় মনোজ আমার আদর্শ ছিলেন। ওঁর সঙ্গে কাজ করতে পারাটা উপহার। প্রত্যেকটা মুহূর্তে ওঁর উপস্থিতি এনজয় করেছি। যা ভেবেছিলাম, তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি। প্রথম সিজন থেকেই ওঁর সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল।”
সাহাব আরও জানান, মনোজ সব সময় ইম্প্রোভাইজ করেন। ফলে উল্টো দিকের সহ অভিনেতার অফ-ট্র্যাক হয়ে যাওয়ার ভয় সব সময় কাজ করে। এই ভয়টাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সাহাব। সে কারণেই ‘ফ্যামিলি ম্যান’-এ মনোজ এবং তাঁর দৃশ্য ভাল হয়েছে বলে মনে করেন তিনি।
‘ফ্যামিলি ম্যান’-এ যাঁকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হচ্ছে,তিনি দক্ষিণী অভিনেত্রী সামান্থা আকিনেনি। সাহাব ওঁর সঙ্গেও অনেক দৃশ্যে অভিনয় করেছেন। সাহাব জানান, সামান্থা অত্যন্ত পেশাদার। সকলে ভাল পারফর্ম করলে, তবেই একটা সিন ভাল হয় বলে বিশ্বাস করেন সামান্থা, যা সাহাবকে তাঁর সঙ্গে অভিনয় করতে সাহায্য করেছেন বলে জানান তিনি।
আরও পড়ুন, নিখিলের সঙ্গে আইনত বিয়েই হয়নি, বিস্ফোরক দাবি নুসরতের