Karan Johar: মা ও দুই সন্তানকে নিয়ে করণের দীপাবলি পালন, করলেন ফটোশুট

করণ প্রায়শই ট্রোলড হন নেপোটিজ়মের কারণে। কিন্তু দিনের শেষে তাঁকেও নিজের লড়াই নিজেকেই করতে হয়।

Karan Johar: মা ও দুই সন্তানকে নিয়ে করণের দীপাবলি পালন, করলেন ফটোশুট
মা ও সন্তানদের সঙ্গে করণ জোহর

| Edited By: Sneha Sengupta

Nov 05, 2021 | 1:48 AM

তিনি খবরে থাকেন।  ইন্ডাস্ট্রিতে তিনিও কষ্ট করেই নিজের জায়গা তৈরি করেছেন। যদিও তাঁর সাফল্যের নেপথ্যে শাহরুখ খানের অবদানের কথা স্বীকার করতে ভোলেন না করণ। আজ আলোর উৎসব দীপাবলি। গোটা দেশ সেজে উঠেছে আলোয়। প্রায়শই ট্রোলড হন নেপোটিজ়মের কারণে। কিন্তু দিনের শেষে করণ জোহরকেও নিজের লড়াই নিজেকেই করতে হয়।

করণ নিজেও সেজেছেন। সাজিয়েছেন তাঁর মা হিরু জোহর ও দুই সন্তান যশ ও রুহিকেও। দীপাবলি উপলক্ষ্যে একটি বিশেষ ধরনের ফটোশুট করেছেন করণ। ম্যাচ করে পোশাক পরেছেন প্রত্যেকে। বেছে নিয়েছেন সাদা রংকে। তাতে বিভিন্ন রঙের সুতোর কাজ করা। কখনও দুই সন্তানকে নিয়ে, কখনও মায়ের সঙ্গে, ঠাকুরমা ও নাতি-নাতনি ফটো তুলেছেন সাদা ব্যাকগ্রাউন্ডে। সবক’টি ছবিই করণ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ফটোর সঙ্গে সব্বাইকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে করণ লিখেছেন, “শুভ দীপাবলি। আমাদের প্রত্যেকের ভালবাসা নেবেন। ভালবাসা, হাসি, সুস্বাস্থ্য, শান্তি পান আপনারা। নতুন বছর ভাল কাটুক সক্কলের।” করণের এই পোস্টে কমেন্ট করেছে প্রায় গোটা ইন্ডাস্ট্রি। বাদ নেই কেউই।

২ নভেম্বর শাহরুখের জন্মদিনে আবেগপ্রবণ পোস্ট করেছিলেন করণ। সেদিনও অনেকগুলি ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন,  “করণ অর্জুন ছবির সেটেই প্রথমবার শাহরুখকে দেখেছিলাম আমি। বাবা ও কাজলের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। সেদিন বুঝতেই পারিনি ওর সঙ্গে দেখা হবে। সেই মানুষটা, যে কিনা আমার জীবনকে সঠিক আকার দিল। আমার কেরিয়ার তৈরি করে দিল। আমাকে তৈরি করল। ওর ক্যারিশমা, ওর বুদ্ধির কথা সারা বিশ্ব জানে। কিন্তু আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আমি ওকে সামনে থেকে দেখেছি। ওর মতো ভাই হয় না। ওর মতো কোনও বন্ধু হয় না। ও সবটা। হয়তো আরও বেশি কিছু। তোমাকে আমি ভালবাসি ভাই। তোমার সব স্বপ্ন সত্যি হোক। যে অফুরান ভালবাসার তুমি যোগ্য, সবটাই পাও। শুভ জন্মদিন!”

আরও পড়ুন: Shahrukh-Karan: “আমার কেরিয়ার তৈরি করে দিয়েছ তুমি, তোমার মতো ভাই হয় না”, শাহরুখের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করণের