Shahrukh-Karan: “আমার কেরিয়ার তৈরি করে দিয়েছ তুমি, তোমার মতো ভাই হয় না”, শাহরুখের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করণের
'কুছ কুছ হোতা হ্যায়', 'কভি খুশি কভি গম', 'কল হো না হো'-এর মতো একাধিক ছবিতে পরিচালক-অভিনেতা জুটি হিসেবে কাজ করেছেন শাহরুখ ও করণ। একে-অপরের পাশে থেকেছেন সবসময়।
বলিউডে ‘হরিহর আত্মা’ যদি কেউ হয়ে থাকেন, তাঁরা হলেন করণ জোহর ও শাহরুখ খান। নিজের আকাশছোঁয়া সাফল্যের সবটাই তিনি উৎসর্গ করে দিয়েছেন কিং খানকে। কেরিয়ারের শুরু থেকেই করণ পেয়েছেন শাহরুখকে। তাঁর পরিচালিত ছবিতে শাহরুখের অভিনয়ের কারণেই আজ করণ নিজের জায়গা করতে পেরেছেন – মনে করেন করণ নিজেই। আজ শাহরুখের জন্মদিনে তাঁর উদ্দেশে লম্বা চিঠি লিখেছেন করণ। সেই সঙ্গে নতুন-পুরনো মিলিয়ে একাধিক ছবি শেয়ার করেছেন দু’জনের।
View this post on Instagram
করণ লিখেছেন, “করণ অর্জুন ছবির সেটেই প্রথমবার শাহরুখকে দেখেছিলাম আমি। বাবা ও কাজলের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। সেদিন বুঝতেই পারিনি ওর সঙ্গে দেখা হবে। সেই মানুষটা, যে কিনা আমার জীবনকে সঠিক আকার দিল। আমার কেরিয়ার তৈরি করে দিল। আমাকে তৈরি করল। ওর ক্যারিশমা, ওর বুদ্ধির কথা সারা বিশ্ব জানে। কিন্তু আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমি ওকে সামনে থেকে দেখেছি। ওর মতো ভাই হয় না। ওর মতো কোনও বন্ধু হয় না। ও সবটা। হয়তো আরও বেশি কিছু। তোমাকে আমি ভালবাসি ভাই। তোমার সব স্বপ্ন সত্যি হোক। যে অফুরান ভালবাসার তুমি যোগ্য, সবটাই পাও। শুভ জন্মদিন!”
‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘কল হো না হো’-এর মতো একাধিক ছবিতে পরিচালক-অভিনেতা জুটি হিসেবে কাজ করেছেন শাহরুখ ও করণ। একে-অপরের পাশে থেকেছেন সবসময়। মাদক-কাণ্ডে আরিয়ানের গ্রেফতারির পর শাহরুখের পাশে আছেন করণ। আরিয়ানের জামিনের পর তিনিও স্বস্তি পেয়েছেন।
আরও পড়ুন: Salman-Shahrukh: শাহরুখের জন্যই সলমনের ‘ভাই কা বার্থ ডে’ গান; তেমনটাই মনে করছেন দু’জনের ভক্তরা