AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh-Akshay-Ajay: তামাকের বিজ্ঞাপন, শাহরুখ-অক্ষয়-অজয়কে নোটিস ধরাল উচ্চ আদালত

Viral News: পলকে পাল্টে গিয়েছিল পরিস্থিতিয এমন কি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অক্ষয় কুমার। জানিয়েছিলেন, তিনি তাঁর এই কাজের জন্য পাওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেবেন। কিন্তু বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না। কারণ একটাই, তিনি চুক্তিবদ্ধ ছিলেন। 

Shahrukh-Akshay-Ajay: তামাকের বিজ্ঞাপন, শাহরুখ-অক্ষয়-অজয়কে নোটিস ধরাল উচ্চ আদালত
| Edited By: | Updated on: Dec 10, 2023 | 6:13 PM
Share

অজয় দেবগণ বহুদিন ধরেই তামাকের বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। পরবর্তীতে সেই সংস্থার মুখ হতে দেখা যায় শাহরুখ খান ও অক্ষয় কুমারকে। শাহরুখ খান যখন এই বিজ্ঞাপনের মুখ হন, তখন কম বিতর্ক বিভিন্ন মহলে জায়গা করে নেয়নি। কেউ বলেছিলেন প্রথমসারির অভিনেতা যদি এটা প্রোমোট করেন, তবে ভক্তদের মধ্যে তামাক সেবনের প্রবণতা বেড়ে যাবে। আবার কেউ ছি ছি করেছিলেন শাহরুখ খানের সিদ্ধান্তে। তবে যখন অক্ষয় কুমার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে দেখে একপ্রকার রে-রে করে ওঠেন নেটিজেনরা। যেখানে বিভিন্ন সতর্কতামূলক বিজ্ঞাপনের মুখ হতে দেখা যায় অক্ষয় কুমারকে, সেখানে দাঁড়িয়ে তামাক দ্রব্যের মুুখ তিনি, তা যেন মেনে নিতে পারছিলেন না ভক্তরা। পলকে পাল্টে গিয়েছিল পরিস্থিতিয এমন কি নিজের ভূল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন অক্ষয় কুমার। জানিয়েছিলেন, তিনি তাঁর এই কাজের জন্য পাওয়া সমস্ত টাকা ফিরিয়ে দেবেন। কিন্তু বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন না। কারণ একটাই, তিনি চুক্তিবদ্ধ ছিলেন।

মাঝে বেশ কিছুদিন থিতিয়ে গিয়েছিলেন এই বিষয়। বহু জায়গায় বহু মামলাও দায়ের হয়েছিল। এবার তৎপর হল এলাহাবাদ উচ্চ আদালত। নোটিস ধরানো হল তিন সুপারস্টারকে। কেন্দ্রীয় সরকার এলাহাবাদের উচ্চ আদালতের লক্ষ্ণৌ বেঞ্চকে নির্দেশ দিয়েছে তিন স্টারের বিরুদ্ধে নোটিস জারি করতে। গুটখা সংস্থার মুখ হওয়ার দায়েই এই সমন। একটি পিটিশন ফাইল হওয়ার পরই এই বিষয় হস্তক্ষেপ করে কেন্দ্র বলেই প্রাথমিকসূত্রে খবর। এই পিটিশনের মূলে উল্লেখ রয়েছে পুরস্কার বিজেতা, প্রসিদ্ধ এই সুপারস্টার এমন দ্রব্যের কীভাবে প্রচার করছেন, যা মানুষের জন্য ক্ষতিকারক। ২০২২ সালে বিষয়টা সামনে এলেও এখন পর্যন্ত তিন স্টারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। তাই কেন্দ্রীয় সরকারের নির্দেশ এবার বিষয়টা খতিয়ে দেখা হোক।