Jurassic World Dominion: নস্টালজিয়া উস্কে জুরাসিক দুনিয়ায় ফের একসঙ্গে তিন মহারথী, প্রকাশ্যে চমকে দেওয়া ট্রেলার
দর্শকরা নস্টালজিক। কিছুটা আবেগপ্রবণ। পাকা দাঁড়ির অ্যালানকে দেখে মনে পড়ে যাচ্ছে ছোটবেলা। আবারও সেই ডাইনোসর আখ্যান...
ডাইনোসর আর মানবজাতি কি শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে? কৃত্তিম উপায়ে পরীক্ষাগারে তৈরি ডাইনোসর কি মানব জাতির পক্ষে প্রচ্ছন্ন হুমকি? নাকি এখান থেকেই শেষের শুরু। জুরাসিক দুনিয়ার বেশ কয়েকটি সিকুয়ালে যে প্রশ্ন বারেবারে এসেছে আপনার মাথায় সেই সব প্রশ্নের যাবতীয় উত্তর নিয়ে হাজির হল জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়নের ট্রেলার। একই সঙ্গে উস্কে দিল নানা স্মৃতি, নস্টালজিয়া। ঠিক যেন অ্যাড্রিনালিক ওভারডোজ। চমক রয়েছে আরও।
এই ষষ্ঠ পর্বেই একসঙ্গে হাজির হচ্ছেন জুরাসিক দুনিয়ার তিন তাবড় বিজ্ঞানী স্যাম নিল, লরা ডার্ন ও জেফ গোল্ডব্লুম। ১৯৯৩-এ স্পিলবার্গের জুরাসিক পার্কে তাঁদের এখনও পর্যন্ত প্রথম ও শেষ বার দেখা গিয়েছিল। ছবিতে তাঁদের নাম ছিল অ্যালান গ্র্যানড়, এলি স্যাটলার ও ইয়ান ম্যালকম। দেখা যাবে প্রাক্তন সরীসৃপ প্রশিক্ষক ক্রিস প্যাটকেও।
দর্শকরা নস্টালজিক। কিছুটা আবেগপ্রবণ। পাকা দাঁড়ির অ্যালানকে দেখে মনে পড়ে যাচ্ছে ছোটবেলা। আবারও সেই ডাইনোসর আখ্যান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভিএফএক্স আরও মজবুত, দুর্দান্ত গ্রাফিক্স কাজ। ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের। নস্টালজিয়া হাতছানি উপেক্ষা করতে হবে আরও বেশ কিছু মাস। আগামী জুন মাসের ১০ তারিখ মুক্তি পাবে জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন। দেখা যাবে থ্রিডিতেও।
The epic conclusion to the Jurassic era. Watch the trailer for #JurassicWorldDominion now. pic.twitter.com/Pv3ilafqTO
— Jurassic World (@JurassicWorld) February 10, 2022
I’ve always enjoyed the Jurassic World films and this one looks like a good bit of fun too. Plus !!! THE OGS !!! ARE BACK !!! https://t.co/gtxgH3CsxS pic.twitter.com/34tL4H5dlK
— Awais Irfan (@OasisAwais) February 10, 2022
আরও পড়ুন- Bengali Serial TRP: প্রথম তিনেও রইল না ‘মিঠাই’! বাংলা পেল নতুন টপারকে
আরও পড়ুন- Adrit Roy Exclusive: যারা নিজের ইচ্ছেয় বিয়ে দিচ্ছিল তারাই বিয়ে ভেঙে দিয়েছে: আদৃত রায়