AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Giorgia Andriani: আরবাজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে কী বললেন ২২ বছরের ছোট বিদেশিনী প্রেমিকা?

Giorgia Andriani: আরবাজের সঙ্গে প্রায় চার বছর সম্পর্কে রয়েছেন তিনি। ২০১৮ সালে তাঁদের প্রথম বার একসঙ্গে দেখা যায়।

Giorgia Andriani: আরবাজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে কী বললেন ২২ বছরের ছোট বিদেশিনী প্রেমিকা?
আরবাজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে কী বললেন ২২ বছরের ছোট বিদেশিনী প্রেমিকা?
| Edited By: | Updated on: Nov 27, 2022 | 9:16 AM
Share

জর্জিয়া আদ্রিয়ানিকে চেনেন? সলমন খানের পরিবারের সঙ্গে তাঁর রয়েছে এক বিশেষ যোগ। সলমনের ভাই আরবাজ খানের প্রেমিকা তিনি। মালাইকা অরোরার সঙ্গে আরবাজের বিচ্ছেদের পর এই জর্জিয়াকেই মনে দিয়েছেন আরবাজ। এবার প্রেমিকের প্রাক্তন স্ত্রীর প্রশংসাতেই পঞ্চমুখ এই বিদেশিনী। জানিয়েছেন, ব্যক্তি হিসেবে নাকি তাঁর বিশেষ পছন্দ মালাইকা। কেন পছন্দ? সে কারণও জানিয়েছেন তিনি। বহুবার তাঁর সঙ্গে মালাইকার দেখা হয়েছে। দুজনের মধ্যে কোনও তিক্ততা নেই। তাঁর কথায়, “আমার ওকে ভীষণ পছন্দ। আমি ওর এই জার্নিটা ভীষণ ভালবাসি। শূন্য থেকে শুরু করেছে ও। একজন মডেল থেকে আজ যে জায়গা তে মালাইকা পৌঁছেছে সে কারণে আমি ওকে সম্মান করি। আমি ওকে ভালবাসি।”

ভারতে এসেই খান পুত্রের সঙ্গে প্রেম। তাঁদের পরিবারকে কেমন দেখলেন জর্জিয়া? এই প্রশ্নের জবাবে তাঁর উত্তর, “ওরা খুব ভাল মানুষ। ভীষণ খোলা মনে মানুষ। ওদের সঙ্গে এখনও পর্যন্ত আমার অভিজ্ঞতা ভীষণ ভাল।” আরবাজের থেকে ২২ বছরের ছোট তিনি। তাও কোনওদিন তা বুঝতে পারেননি বলেই দাবি এই মডেলের। আরবাজের সঙ্গে খুশি তিনি। একই সঙ্গে বলিউডেও জায়গা পাকা করার চিন্তায় রয়েছেন জর্জিয়া।

আরবাজের সঙ্গে প্রায় চার বছর সম্পর্কে রয়েছেন তিনি। ২০১৮ সালে তাঁদের প্রথম বার একসঙ্গে দেখা যায়। শুরু হয় সম্পর্ক নিয়ে আলোচনা। যদিও প্রথম থেকেই সম্পর্কে নিয়ে বেশ অকপটও ছিলেন ওঁরা। ২০১৭ সালে বিচ্ছেদ হয় আরবাজ ও মালাইকার। প্রায় ১৯ বছরের সম্পর্কের ইতি হয়। তাঁদের এক ছেলেও রয়েছে, আরহান। যদিও ছেলেকে কেন্দ্র করে মা ও বাবার সম্পর্ক বেশ ভালই। শুধু আরবাজই নন, মালাইকাও রয়েছেন সম্পর্কে। অর্জুন কাপুরের সঙ্গে তাঁর প্রেমের কথা কে না জানে!