এ যেন মেঘ না চাইতেই জল! রিয়ালিটি শো’র প্রতিযোগী হিসেবে পারফর্ম করা অবস্থাতেই বলি ইণ্ডাস্টিতে ব্রেক মিলল ইন্ডিয়ান আইডলের এবারের প্রতিযোগী মহম্মদ দানিশের। হিমেশের নতুন অ্যালবামের একটি গোটা গান গাইতে চলেছেন এই উঠতি গায়ক, এ কথা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছেন হিবেশ রেশমিয়া।
দানিশের সঙ্গে এক ছবি পোস্ট করে হিমেশ লিখেছেন, “আবারও এক ট্যালেন্টকে লঞ্চ করছি। আমার অ্যালবাম ‘হিমেশ কে দিল সে’তে একটি গান গাইবে ও। খুব শীঘ্রই মুক্তি তারিখ ঘোষণা করব। গানটি কম্পোজ করেছি আমি।” এর আগেও ওই রিয়ালিটি শো’র আর এক প্রাক্তন প্রতিযোগী সাওয়াই ভাটকে দিয়েও নিজের অ্যালবামে গান গাইয়েছিলেন হিমেশ রেশমিয়া।
এ প্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হিমেশ জানিয়েছেন, একের পর এক পারফরম্যান্সে দানিশের গায়কী তাঁকে মুগ্ধ করেছে। দানিশ যে গানটি গাইতে চলেছেন তা মূলত মন ভাঙার গান। গানটির কথা লিখেছেন সমীর আঞ্জানা। ইন্ডিয়ান আইডলের এই সিজনই এখনও পর্যন্ত শো’টির ইতিহাসে সবচেয়ে বেশি দিন পর্যন্ত চলা সিজন। প্রথম থেকেই এই সিজনে বিতর্ক ছিল নিত্যসঙ্গী। আর বিতর্ক মানেই চড়া টিআরপি। হয়েছেও তাই। যত দিন এগিয়েছে টিআরপি বেড়েছে ক্রমশ। শো’য়ের ফাইনালের দিনও প্রায় এগিয়ে আসছে। কে পাবেন সেরার শিরোপা, এখন সেটাই দেখার।
আরও পড়ুন- রথের মেলাতেই একবার ছেলেধরা ধরে নিয়ে যাচ্ছিল আমায়, তখন মাত্র দুই: অপরাজিতা আঢ্য