Sandhya Mukherjee-Rashid Khan-Iman Chakraborty: ‘ভারত রত্ন দেওয়া উচিত ছিল সন্ধ্যাদিকে’, মত বাংলার সঙ্গীত জগতের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jan 26, 2022 | 4:28 PM

৯০ বছর বয়সি সন্ধ্যা মুখোপাধ্যায় TV9 বাংলাকে জানিয়েছেন, 'সারাদেশের শ্রোতারাই আমার সব। পদ্মশ্রী কিংবা কোনও শ্রী-রই আমার প্রয়োজন নেই।'

Sandhya Mukherjee-Rashid Khan-Iman Chakraborty: ভারত রত্ন দেওয়া উচিত ছিল সন্ধ্যাদিকে, মত বাংলার সঙ্গীত জগতের
সন্ধ্যা মুখোপাধ্যায়, ইমন চক্রবর্তী ও রশিদ খান।

Follow Us

মঙ্গলবার পদ্ম সম্মানের তালিকা প্রকাশ্যে আসে। তালিকায় রয়েছেন বহু গুণী মানুষের নাম। গানের জগতের অনেককেই পদ্ম সম্মান দেওয়া হচ্ছে এবার। সেই তালিকায় রয়েছেন রশিদ খান, সোনু নিগম, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তালিকা প্রকাশের পরপরই পদ্মশ্রী নিতে অস্বীকার করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। স্পষ্টই জানিয়ে দেন, ‘মেরা দিল নেহি চাহতা হ্যায়।’ ৯০ বছর বয়সি গায়িকা TV9 বাংলাকে জানিয়েছেন, ‘সারাদেশের শ্রোতারাই আমার সব। পদ্মশ্রী কিংবা কোনও শ্রী-রই আমার প্রয়োজন নেই।’ মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেছেন। অনেকবছর আগে সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ও পদ্ম সম্মান নিতে অস্বীকার করেছিলেন। এই ঘটনায় আরও এক পদ্মপুরস্কার প্রাপক রশিদ খান ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ইমন চক্রবর্তী TV9 বাংলাকে বলেছেন…

রশিদ খান: সন্ধ্যাদি আমাদের পরম পুজ্য। আমাদের থেকে অনেক বড়। তাঁকে ভারত রত্ন দেওয়া উচিত। এটা কি তাঁর পদ্মশ্রী পাওয়ার বয়স? কেবল পদ্মশ্রী নয়, অনেক আগে পদ্মবিভূষণ দেওয়া উচিত ছিল তাঁকে। অনিন্দ্য চট্টোপাধ্য়ায়কে নিয়েও আমার একই বক্তব্য। যাকে যখন পাচ্ছে পদ্মশ্রী দেওয়া হচ্ছে। এটা কি ঠিক? সন্ধ্যাদির বিষয়টা আমার খুব খারাপ লেগেছে। এত বয়স হয়ে গিয়েছে। এখন পদ্মশ্রী দিচ্ছে তাঁকে। আরও আগে দেওয়া উচিত ছিল।

ইমন চক্রবর্তী: আমিও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মতো একটি বিষয়ে বিশ্বাসী। সেটা হল মানুষের ভালবাসা। সেটাই আসল পুরস্কার। কিন্তু তাও বলব, সঙ্গীত জগতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের যা যা অবদান, সেখানে জীবনের এই শেষপ্রান্তে এসে পদ্মশ্রীটা অন্তত ডিসার্ভ করেন না। আরও আগে দেওয়া উচিত ছিল। যেখানে সোনু নিগম পদ্মবিভূষণ পাচ্ছেন (আমি বয়সের নিরিখে বলছি), সেখানে সন্ধ্যা মুখোপাধ্যায় পদ্মশ্রী পাচ্ছেন, এটা বোধহয় মেনে নেওয়া কঠিন। একেবারেই ঠিক লাগেনি। তিনি ভারত রত্ন ডিসার্ভ করেন।

আরও পড়ুন: Sandhya Mukherjee-Padmashree: দেশ আমাকে ভালবাসে, পদ্মশ্রী হোক আর যে শ্রীই হোক, আমার কিছুই লাগবে না: সন্ধ্যা মুখোপাধ্যায়

Next Article