Alec Baldwin: মেয়ের মৃত্যুর জন্য অ্যালেককে দায়ী করতে চান না প্রয়াত চিত্রগ্রাহকের বাবা

অ্যালেককে মৃত চিত্রগ্রাহকের পরিবার দায়ী না করলেও নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছেন না অভিনেতা। এ নিয়ে দিন কয়েক আগে এক বিবৃতিও দিয়েছিলেন তিনি।

Alec Baldwin: মেয়ের মৃত্যুর জন্য অ্যালেককে দায়ী করতে চান না প্রয়াত চিত্রগ্রাহকের বাবা
অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন চিত্রগ্রাহক হ্যালেনা হাচিনস
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2021 | 6:28 PM

হলিউডে ঘটে গিয়েছে এক বড় দুর্ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে সিনেমার সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন চিত্রগ্রাহক হ্যালেনা হাচিনস। তবে এই ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করতে চান না হ্যালেনার বাবা।

এই প্রসঙ্গে দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখনও বিশ্বাস করতে পারছি না হ্যালেনা নেই। ওঁর মা শোকে পাথর হয়ে গিয়েছে। কিন্তু অ্যালেককে আমরা দায়ী করতে চাই না। যাঁরা প্রপ গানের দায়িত্বে ছিলেন তাঁদের সতর্ক হওয়া উচিত ছিল। হ্যালেনার ছেলে ভীষণ ভাবে ভেঙে পড়েছে। মা’কে ছাড়া সে অন্ধকার দেখছে।”

অ্যালেককে মৃত চিত্রগ্রাহকের পরিবার দায়ী না করলেও নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছেন না অভিনেতা। এ নিয়ে দিন কয়েক আগে এক বিবৃতিও দিয়েছিলেন তিনি। লিখেছিলেনম, “নিজের কথাগুলো ব্যক্ত করতে পারছি না। হ্যালেনার জীবনে যা ঘটল, তাতে আমি মর্মাহত। সে একজনের স্ত্রী, সন্তানের মা ও আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী।” আরও এক টুইটে তিনি লেখেন, “ওঁর স্বামীর সঙ্গে আমার যোগাযোগ আছে। আমি ওঁদের পাশে আছি। ওঁর স্বামী, পুত্র ও তাঁকে যাঁরা ভালবাসতেন, তাঁদের জন্য আমার মন ভেঙে যাচ্ছে।”

হেলিনার বয়স ৪২। গুলি লাগার পর সঙ্গে সঙ্গে বিমানে তাঁকে নিয়ে যাওয়া হয় নিউ মেক্সিকোর হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। আহত হন ছবির পরিচালকও।