Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Randhir Kapoor: ‘আমার দুই হাতই হারিয়ে ফেলেছি’, ভেজা চোখে বললেন রণধীর কাপুর

রাজ কাপুরকে নিয়ে বই ১৪ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। বইয়ের নাম 'রাজ কাপুর: দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক'। সেই অনুস্থানেই সংবাদ সংস্থা এএনআইকে কাপুর পরিবারের বড় ছেলে বলেন...

Randhir Kapoor: 'আমার দুই হাতই হারিয়ে ফেলেছি', ভেজা চোখে বললেন রণধীর কাপুর
রণধীর কাপুর।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 9:53 PM

হারিয়ে ফেলেছেন রণধীর কাপুর। হারিয়ে ফেলেছেন তাঁর ভরসার জায়গা। তাঁর দুই ভাই ঋষি ও রাজীব কাপুরকে। এ যেন দুই হাত হারানোরই সমান। বর্ষীয়ান অভিনেতা তাই নিজেকে ধরে রাখতে পারলেন না এক অনুষ্ঠানে। ভেজা চোখে তাঁর বক্তব্য, “আমার দুটো হাতই হারিয়ে ফেলেছি আমি”।

রাজ কাপুরকে নিয়ে বই ১৪ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। বইয়ের নাম ‘রাজ কাপুর: দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক’। সেই অনুস্থানেই সংবাদ সংস্থা এএনআইকে কাপুর পরিবারের বড় ছেলে বলেন, “আমার ভাইয়েরা আমি ভীষণ কাছের ছিল। আমার বাবার মৃত্যুর পর ওদের দেখাশোনার দায়িত্ব আমার উপরেই বর্তায়। ওরা ছিল আমার দুই হাত। সেই দুই হাতই আমি হারিয়ে ফেলেছি। এই হারানো চিরতরে হারিয়ে ফেলাই, যা আর ফেরত পাওয়া যাবে না কোনওদিনও”।

তবে কাপুর পরিবারের ঐতিহ্য যে ভাবে রণবীর কাপুর ও তাঁর দিদি করিশ্মা ও করিনা বয়ে নিয়ে চলেছেন তাতে তিনি গর্বিত বলেও জানান রণধীর। ২০১৭র সালের সেপ্টেম্বর মাসে রাজ কাপুরের নিজের হাতে তৈরি স্টুডিয়োতে আগুন লেগে যায়। পুড়ে যায় রাজ কাপুরের যাবতীয় স্মৃতি। তা নিয়েও আবেগঘন কণ্ঠে রণধীর বলেন, “আমার বাবার কোনও স্মৃতি আজ আমার কাছে নেই। ওঁর সমস্ত শংসাপত্র, পুরস্কার সব সেই আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল।” বাবার পার্থিব স্মৃতি না থাকলেও তিনি মনে রয়েছেন কাপুর পরিবারের। সেই লিগাসি বহন করে নিয়ে চলেছেন পরবর্তী প্রজন্ম।

প্রসঙ্গত, গত বছর ৩০ এপ্রিল দীর্ঘদিন ক্যানসারের আক্রান্ত হওয়ার পর প্রয়াত হন ঋষি কাপুর। এর ঠিক এক বছর পর অর্থাৎ এ বছরের ফেব্রুয়ারিতে মারা যান রণধীর ও ঋষির ছোট ভাই রাজীব কাপুরও। শোকের ছায়া নেমে আসে গোটা কাপুর পরিবার জুড়ে।