Iman Chakraborty: ইমনের স্বপ্নপূরণ, বাংলাদেশে গিয়ে কী পেলেন গায়িকা
Tollywood Gossip: একদিকে যেমন বিশ্বকাপ ফাইনালে ভারতে থাকতে না পারা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছিলেন, এবার এই সফরের অন্যতম সুন্দর মুহূর্তের কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন গায়িকা। এই সফরে তিনি কার সঙ্গে দেখা করেছিলেন জানেন?
সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন বাংলার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই সকল খবর ভক্তদের সঙ্গে তিনমি শেয়ার করে নিয়েছিলেন। একদিকে যেমন বিশ্বকাপ ফাইনালে ভারতে থাকতে না পারা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছিলেন, এবার এই সফরের অন্যতম সুন্দর মুহূর্তের কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন গায়িকা। এই সফরে তিনি কার সঙ্গে দেখা করেছিলেন জানেন? তিনি হলেন দুই বাংলার প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি এবার অন্যসুরে ধরা দিলেন। সুরই বটে। চঞ্চল চৌধুরী যে বেশ ভাল গান করেন তা তাঁর ভক্তদের অজানা নয়। তাই এবারও তাঁর এই রূপ দেখে খুব একটা অবাক হলেন না ভক্তরা। ইমনের সঙ্গে ডুয়েট গাইলেন তিনি।
সেই মুহূর্তটা চুটিয়ে উপভোগ করেছেন ইমন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট করে তিনি লেখেন, ‘অনেকদিন পর বাংলাদেশ সফরে গিয়ে এত মজা করলাম। আর তা সম্ভবপর হল কেবল আমার বন্ধু স্বপ্নীলের জন্যে। আমি বর্তমান প্রজন্মের অন্যতম এবং গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে মঞ্চ শেয়ার করে নিতে পারলাম। একই সঙ্গে আমার সব থেকে প্রিয় গানটি গাইলাম তাঁরই সঙ্গে।’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পাশাপাশি তিনি তাঁদের দুজনের গানের ভিডিয়োটাও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
ইমন ও চঞ্চল চৌধুরীর এই জুটির গান শুনে সকলেই একপ্রকার মুগ্ধ, এক ভক্ত ইমনের উদ্দেশে লিখলেন, তিনি যেন আবারও বাংলাদেশে যান, কেউ আবার ইমনের গানের প্রশংসা করলেন, সকলেই এক প্রকার ভীষণ খুশি এই জুটিকে এক সঙ্গে দেখে। আবারও এমন কোনও পারফর্মেন্সের অপেক্ষায় থাকার কথা বললেন নেটিজেনরা।