একই সঙ্গে রেগে যাচ্ছেন। আবার দুঃখও পাচ্ছেন। অন্তত ইমন চক্রবর্তী নিজের শেষ পোস্টে যে ধরনের ইমোজি ব্যবহার করেছেন, তাতে তো তাঁর মনোভাব স্পষ্ট। ছবি দেখে অনুরাগীদের মনে হয়েছে আসলে ইমন মিস করছেন। আর সে কারণেই হয়তো একসঙ্গে রাগ এবং দুঃখের বহিঃপ্রকাশ। কিন্তু কী মিস করছেন গায়িকা?
ইমন নিজের যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে কোনও পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে তিনি। এ ছবি অতীতের। প্যানডেমিকের কারণে বেড়াতে যাওয়ার ইচ্ছে দমন করতে হচ্ছে অনেককেই। ইমনও ব্যতিক্রম নয়। সে কারণেই হয়তো পুরনো ছবি শেয়ার করে, মন ভাল রাখার চেষ্টা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যাবো পাহাড়’।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় সুরারোপ করে এই প্রথম কাজ করলেন ইমন। আগামী ৩১ জুলাই মুক্তি পাবে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় সুর দিয়ে তৈরি সেই অন্য রকম কম্পোজিশন। নতুন এই গানের প্রসঙ্গে ইমন আগেই বলেছিলেন, “একটা ইউনিক কম্পোজিশন গাইলাম। পিন্টুদা, পিন্টু ঘটক অত্যন্ত গুণী মিউজিশিয়ান। আমাকে একদিন ফোন করে বললেন, অগ্নিভ একটা কম্পোজিশন ভেবেছে তোর জন্য। আমি তো প্রথমে শুনে ভেবেছিলাম, রবীন্দ্রনাথের কবিতাতে সুর, কী ভাবে পারব আমি জানি না। তারপর তো ভাল কাজ হয়েছে। এটা টিমওয়ার্ক। গৌতমদা রেকর্ড করেছেন। মিল্টনদা ভিডিয়োগ্রাফিতে রয়েছেন।”
এই অন্য রকম কাজের নেপথ্যে কোন ভাবনা কাজ করেছিল? সে প্রসঙ্গে অগ্নিভ বলেছিলেন, “রবীন্দ্রনাথের লেখার ইন্টারপ্রিটেশন নানা ভাবে করা যায়। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ আমার খুব পছন্দের কবিতা। সেটা মিউজিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। ক্লাসিক্যাল গানকে এ ভাবে জাস্টিস করা পিন্টুদার পক্ষেই সম্ভব। এই কম্পোজিশনের জন্য ইন্ডিয়ান ক্লাসিক্যালের উপর দখল আছে, এমন দরাজ গলার প্রয়োজন ছিল। ইমনকে সেই কারণেই ভেবেছিলাম। আশা করছি যে কাজটা করেছি, সকলের ভাল লাগবে।”
আরও পড়ুন, ননদদের সঙ্গে ‘গেম টাইম’, শ্বশুরবাড়ির মুহূর্ত শেয়ার করলেন দেবলীনা