ননদদের সঙ্গে ‘গেম টাইম’, শ্বশুরবাড়ির মুহূর্ত শেয়ার করলেন দেবলীনা

Devlina Kumar: শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই অত্যন্ত ভাল সম্পর্ক দেবলীনার। প্রায় সব অনুষ্ঠানেই পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।

ননদদের সঙ্গে ‘গেম টাইম’, শ্বশুরবাড়ির মুহূর্ত শেয়ার করলেন দেবলীনা
দেবলীনা কুমার। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 7:23 AM

লাল টুকটুকে বেনারসি। গয়নায় মোড়া নতুন বউ। এই নতুন বউ দর্শকের চেনা। একাধারে অভিনেত্রী তথা নৃত্যশিল্পী, দেবলীনা কুমার। পাশে বসে স্বামী তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। সামনে বসে রয়েছেন নবমিতা এবং মৌমিতা। সম্পর্কে দুজনেই দেবলীনার ননদ, অর্থাৎ গৌরবের বোন। আর দেবলীনা বিশেষ একটি নিয়ম পালনে ব্যস্ত।

সদ্য ইনস্টাগ্রামে এমনই একটি ছবি পোস্ট করলেন দেবলীনা কুমার। বিয়ের পর নবদম্পতিকে আনুষাঙ্গিক কিছু নিয়ম পালন করতে হয়। শ্বশুরবাড়িতে পৌঁছে দুই ননদের উপস্থিতিতে সে সব আচার অনুষ্ঠান পালনের ছবি শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে লিখেছেন, ‘ননদদের সঙ্গে খেলার সময়’। হ্যাশট্যাগে রয়েছে ‘বেঙ্গলি কড়ি খেলা’ এবং ‘শ্বশুরবাড়ি’।

শ্বশুরবাড়ির সকলের সঙ্গেই অত্যন্ত ভাল সম্পর্ক দেবলীনার। প্রায় সব অনুষ্ঠানেই পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন। এই ছবিও সেই ফ্যামিলি বন্ডিংয়েরই ইঙ্গিতবাহী। এই মুহূর্তে একটি নাচের রিয়ালিটি শো়-এ মেন্টরের ভূমিকা পালন করছেন তিনি।

দেবলীনা এক কথায় ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। খাওয়ার সঙ্গে কোনও রকম কম্প্রোমাইজ করেন না তিনি। কিন্তু ফিট থাকাটাও নিজের দায়িত্ব মনে করেন। ক্যামেরার সামনে তাঁর কাজ। তাই নিজেকে মেনটেন করেন নিয়মিত।

শুধু দেবলীনা একা নন। তাঁর স্বামী অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। জিমে দিনের অনেকটা সময় কাটান দম্পতি। লকডাউনে জিম বন্ধ থাকায় সাইকেল নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাঁদের দৈনন্দিনের রুটিন ছিল। লকডাউন ডায়েরির সে সব ছবিও সোশ্যাল ওয়ালে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। ফলে নিজেরা শুধু নন, বাকিদেরও ফিট থাকতে উৎসাহ দেন তাঁরা। ইদানিং ফের জিমে যাওয়া শুরু করেছেন। পাশাপাশি চলছে সাইকেল চর্চাও।

আরও পড়ুন, রিয়ালিটি শো সঞ্চালনায় কোটি টাকার অফার ফিরিয়ে দিতে কেন বাধ্য হচ্ছেন আদিত্য?