আগামিকাল অর্থাৎ সোমবার। সময় বিকেল পাঁচটা। তার জন্য অপেক্ষা করছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। তাঁর জন্য আগামিকাল দিনটা অত্যন্ত স্পেশ্যাল। তিনি নিজে তো অপেক্ষায় রয়েছেন বটেই। পাশাপাশি সকলের আশীর্বাদ চেয়েছেন। কিন্তু কেন?
আসলে আগামিকাল ঠিক বিকেল পাঁচটায় মুক্তি পেতে চলেছে ইমনের নতুন গান। পুজোর গান। পুজোর গান। বাঙালির কাছে এখনও এর আবেগ আলাদা। হতে পারে এক সময় ক্যাসেট রিলিজ করত। তারপর এল সিডির যুগ। আজ হয়তো সবই ডিজিটাল। ভার্চুয়াল। কিন্তু নতুন গান, তথা পুজোর গানের আমেজ আজও যেন একই রকম।
ইমনের নতুন গানের সুর ও ডিজ়াইন তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষের। নাম ‘ইচ্ছেডানা’। গানের টিজ়ারটি মুক্তি পেয়েছে গত শনিবার। সেখানে দেখা যাচ্ছে বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তায় পরীর মতো গোলাপি গাউন পরে আনমনে হেঁটে চলেছেন ইমন। আর আবহে বাজছে মধুর সুর। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি শেয়ার করেছেন তিনি। গানটি লিখেছেন মানিক বেরা। ভিডিয়ো নির্মাণ করেছেন শুভদীপ।
ইমনের প্রথম অ্যালবাম ‘বসতে দিও কাছে’। রবিঠাকুরের গান উপস্থাপনা করেছিলেন সেখানে। সেই গানগুলিই বর্তমান যুগের সঙ্গীত কম্পোজ়ার অনুপম রায়ের নজরে আসে। সে সময় তাঁর কিছু গানের জন্য নতুন গায়িকা ও নতুন কণ্ঠস্বরের সন্ধানে ছিলেন অনুপম। তারপরই আসে ইমনের জীবনের সেই ঐতিহাসিক টার্নিং পয়েন্ট। গানের জগতের নতুন নক্ষত্রের জন্ম হয়। ‘প্রাক্তন’ ছবিতে অনুপমের কম্পোজিশনে ‘তুমি যাকে ভালবাসো’ গানটি গাওয়ার সুযোগ পান ইমন।
প্রতি মুহূর্তে নতুন কিছু করার প্রয়াস জারি রাখেন ইমন। নতুন ধরনের গান গাওয়ার চেষ্টা করেন। সদ্য মুক্তি পেল তাঁর গাওয়া ‘জগৎ সাজে বৃন্দাবন’। নতুন এই গান ফেসবুকে শেয়ার করে ইমন লিখেছিলেন, ‘নতুন গান, কীর্তন। প্রথমবার গাওয়ার চেষ্টা করেছি।’ আকাশ চক্রবর্তীর কথায় নীলাঞ্জন ঘোষের সুরে এই গান গেয়েছেন ইমন। জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীর এই নতুন গান ইতিমধ্যেই পছন্দ করছেন শ্রোতাদের বড় অংশ।
কিছুদিন আগে স্বাধীনতা দিবসের দিনে রবীন্দ্রনাথের একটি গান নিজের ইউটিউব চ্যানেলে লঞ্চ করেন ইমন। রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের গান ‘ও আমার দেশের মাটি’ বহুবার গেয়েছেন ইমন। কিন্তু রেকর্ড করা হয়নি। ১৫ অগস্ট উপলক্ষ্যে সেই গান রেকর্ড করেছেন গায়িকা। ওই গানটির অ্যারেঞ্জমেন্ট করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। মিক্স মাস্টারিং করেছিলেন নীলাঞ্জন ঘোষ। ভিডিয়ো করেছিলেন দেবর্ষি এবং টিম। ইমন চক্রবর্তী প্রোডাকশনের অন্যতম দুই সদস্য মুন এবং গৌরব সহযোগিতা করেছিলেন বলে জানান ইমন। তিনি বলেন, “নতুনদের নিয়ে কাজ করার চেষ্টা করছি আমরা। নতুনরা আসছেন। আমার গান যেমন মুক্তি পাবে, তেমনই নতুনদের গানও মুক্তি পাবে আমাদের ইউটিউব চ্যানেলে।”
আরও পড়ুন, Mimi Chakraborty: মন খারাপের দিনে কোন জিনিস মিমির মন ভাল রাখে?