Mimi Chakraborty: মন খারাপের দিনে কোন জিনিস মিমির মন ভাল রাখে?

Mimi Chakraborty: সদ্য সোশ্যাল মিডিয়ায় পিৎজার ছবি শেয়ার করেছেন মিমি। পিৎজা তাঁর পছন্দের খাবার। এ কথা আগেও বহুবার জানিয়েছেন।

Mimi Chakraborty: মন খারাপের দিনে কোন জিনিস মিমির মন ভাল রাখে?
মিমি চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2021 | 10:00 PM

মিমি চক্রবর্তী। অভিনেত্রী তথা সাংসদ। যাঁরা তাঁকে ব্যক্তিগত ভাবে চেনেন, তাঁরা জানেন, তিনি ফুডি। সব রকম খাবার খেতে ভালবাসেন। কিন্তু যেহেতু তাঁর কাজ ক্যামেরার সামনে সে কারণে নিজেকে মেনটেন করেন। নিজের জন্য সপ্তাহে কোনও একটা দিন চিট ডে রাখেন। নিয়মিত শরীরচর্চা করেন। আর মন খারাপের দিনে প্রিয় খাবারই তাঁর মন ভাল রাখার দাওয়াই।

সদ্য সোশ্যাল মিডিয়ায় পিৎজার ছবি শেয়ার করেছেন মিমি। পিৎজা তাঁর পছন্দের খাবার। এ কথা আগেও বহুবার জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরির ক্যাপশনে পিৎজার ছবি শেয়ার করে লিখেছেন, ‘যে দিনটা ততটাও ভাল নয়, সে দিন মন খারাপ না হওয়ার কারণ…।’

একের পর এক শুটিং চলছে তাঁর। আজ ওড়িশা তো কাল শান্তিনিকেতন। সদ্য মৈনাক ভৌমিক পরিচালিত ‘মিনি’ ছবির শুটিং শুরু করলেন মিমি। অরিন্দম শীল পরিচালিত ‘খেলা যখন’-এর শুটিংয়ে কিছুদিন আগেই ওড়িশা গিয়েছিলেন মিমি। ১১ বছর পর ‘গানের ওপারে’র পুপে-গোরা জুটি ফিরছেন, এই ছবিতে। মিমির সঙ্গে রয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তীর। মাঝে অবশ্য বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা।

Mimi-post

মিমির ইনস্টাগ্রাম স্টোরি থেকে নেওয়া স্ক্রিনশট।

‘খেলা যখন’-এ মিমি ছাড়াও অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, হর্ষ ছায়া, জুন মালিয়া, বরুণ চন্দ, অলোকানন্দা রায়, অর্ণ মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা। অরিন্দমের বেশ কিছু ছবির মতো এ বারও বিক্রম ঘোষ এই ছবির সঙ্গীত ও আবহসঙ্গীতের গুরুদায়িত্বে আছেন।

মিমি ব্যস্ত কাজ নিয়ে। একদিকে সাংসদ হিসেবে কাজ, অন্যদিকে অভিনয়। এই দুই নিয়ে প্রবল ব্যস্ত তিনি। ব্যক্তি জীবনেও বিপর্যয়ের মধ্যে দিয়ে গিয়েছেন। সব সামলে ফের কাজে ফিরেছেন। যখনই প্রয়োজন হয়েছে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন। অভিনয় এবং রাজনীতি সমান তালে ব্যালান্স করে চলছেন তিনি।

আসন্ন পুজোয় মুক্তি পেতে চলেছে মিমি এবং জিতের ছবি ‘বাজি’। গণেশ চতুর্থীর দিনই এ ছবির মুক্তির দিন ঘোষণা করেছিলেন জিৎ। সোশ্যাল ওয়ালে সেই আপডেট দিয়েছিলেন। গত রবিবার ইনস্টাগ্রামে জিতের সঙ্গে একটা ছোট্ট ভিডিয়ো শেয়ার করেছেন মিমি। সেখানে তিনি বলছেন, ‘নিজের যত্ন নিন। মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। স্টে টিউনড।’ জিৎ বলেন, ‘সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখুন।’ এ কথা বলতেই মজা করে জিতের পাশ থেকে সরে যান মিমি। বহুদিন পরে মিমির কোনও ছবি মুক্তি পেতে চলেছে। সে কারণেই অপেক্ষায় রয়েছেন দর্শক।

আরও পড়ুন, Shah Rukh Khan Aryan Khan: আরিয়ানের গ্রেফতারির পর বলিউডের কোন কোন সদস্যকে পাশে পেলেন শাহরুখ?