Shah Rukh Khan Aryan Khan: আরিয়ানের গ্রেফতারির পর বলিউডের কোন কোন সদস্যকে পাশে পেলেন শাহরুখ?
Shah Rukh Khan Aryan Khan: আরিয়ানের গ্রেফতার পর স্বাভাবিক ভাবেই হতবাক বলিউড। এই স্টার কিডকে একেবারে ছোট থেকে দেখছেন শাহরুখের বহু সহকর্মী।
মাদককাণ্ডে গ্রেফতার করা হল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে। সূত্রের কবর, মুম্বইয়ের প্রমোদ তরণীতে বড়সড় অভিযান চালায় নার্কোটিক্স কনট্রোল ব্যুরো এনসিবি। সেখান থেকে প্রচুর মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে বেশ কয়েকজন ভিভিআইপি ব্যক্তিকেও আটক করা হয়। সেই তালিকাতে ছিল বলিউডের কিং খানের বড় ছেলে আরিয়ানের নামও। আটকের পর রবিবার সকাল থেকে তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলে। সূত্রের খবর, আরিয়ানের জবাবে সন্তুষ্ট নন তদন্তকারীরা। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর আরিয়ানকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলেই সূত্রের খবর। আরিয়ান খানের পাশাপাশি মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।
আরিয়ানের গ্রেফতার পর স্বাভাবিক ভাবেই হতবাক বলিউড। এই স্টার কিডকে একেবারে ছোট থেকে দেখছেন শাহরুখের বহু সহকর্মী। তাঁদের মধ্যে অনেকেই এই দুর্দিনে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন। ভার্চুয়ালি পারিবারিক দুঃসময়ে শাহরুখের পাশে থাকার কথা জানিয়েছেন তাঁরা। অভিনেত্রী তথা পরিচালক পূজা ভাট টুইট করেছেন, ‘শাহরুখ আমি তোমার পাশে আছি। তোমার হয়তো এর প্রয়োজন নেই। কিন্তু আমি তোমার পাশে থাকব। এই কঠিন সময়ও পেরিয়ে যাবে।’
I stand in solidarity with you @iamsrk Not that you need it. But I do. This too, shall pass. ?
— Pooja Bhatt (@PoojaB1972) October 3, 2021
অভিনেত্রী তথা গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি টুইট করেছেন, ‘একজন অভিভাবকের পক্ষে সন্তানের খারাপ সময় দেখার থেকে কঠিন কিছু নেই। সকলের জন্য প্রার্থনা রইল।’ তিনি অন্য একটি টুইটে লেখেন, ‘যাঁরা বলিউডকে টার্গেট করছেন, তাঁরা মনে রাখহেন, এখনও পর্যন্ত কিছুই প্রমাণ হয়নি।’
For all those targetting #Bollywood remember all the #NCB raids on filmstars? Yes nothing was found and nothing was proved. #Bollywood gawking is a tamasha. Its the price of fame
— Suchitra Krishnamoorthi (@suchitrak) October 3, 2021
শনিবার গভীর রাতে প্রথম এই ঘটনা সামনে আসে। জানা গিয়েছিল, বলিউডের এক সুপারস্টারের ছেলেকে মাদককাণ্ডে আটক করা হয়েছে। তবে কে তা প্রথমেই সামনে আসেনি। তবে রবিবার আর সেই নাম চাপা থাকেনি। কোকেন, চরস, হাশিসের মতো মাদক নিয়ে ড্রাগ পার্টি থেকে বেশ কয়েকজনকে আটকের পরই জানা যায় এই ঘটনায় জড়িয়ে রয়েছে শাহরুখ খানের ছেলের নামও। যদিও এই ঘটনায় আরিয়ানের ভূমিকাটা এখনও স্পষ্ট নয়। তবে যেহেতু তাঁকে গ্রেফতার করা হয়েছে, এটুকু স্পষ্ট, অভিযোগ গুরুতর।
Nothing harder for a parent than seeing their child in distress. Prayers to all ?
— Suchitra Krishnamoorthi (@suchitrak) October 3, 2021
যত সময় এগোচ্ছে, এই ঘটনার গুরুত্বও ততই বাড়ছে। নিত্য নতুন মোড় ঘুরছে তদন্ত। এই রেভ পার্টি বা মাদক নিয়ে পার্টির বিষয়ে বার বার বলিউডের দিকে আঙুল ওঠে। এর আগেও বি টাউনের একাধিক প্রথম সারির অভিনেতার বিরুদ্ধে ড্রাগ পার্টিতে যোগ দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও তা সুকৌশলে এড়িয়ে গিয়েছেন তাঁরা। কিন্তু এবার তা যে অতটা সহজ হচ্ছে না, এখনও অবধি ঘটনাক্রমে অন্তত তেমনটাই মনে হচ্ছে। শাহরুখ খানের ছেলের নাম জড়িয়ে পড়া একটা বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বলিউডকে।
আরও পড়ুন, Samantha: বিবাহবিচ্ছেদ ঘোষণার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় নাম বদলে ফেললেন সামান্থা!