Samantha Ruth Prabhu: ডিভোর্সের পর ছবিতে হিরো পেতে অসুবিধের সম্মুখীন সামান্থা, নিজের সঙ্গে মিল পাচ্ছেন তাপসী পান্নুর

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 28, 2021 | 8:27 PM

সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর ছবির জন্য খুব বেশি পরিচিত নন এমন পুরুষ অভিনেতাই কাজ করবেন সামান্থার বিপরীতে। নিজের সঙ্গে বলি অভিনেত্রী তাপসী পান্নুর মিল খুঁজে পাচ্ছেন সামান্থা। 

Samantha Ruth Prabhu: ডিভোর্সের পর ছবিতে হিরো পেতে অসুবিধের সম্মুখীন সামান্থা, নিজের সঙ্গে মিল পাচ্ছেন তাপসী পান্নুর

Follow Us

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সঙ্গে ছাড়াছাড়ির পর কাজে ফিরতে চাইছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কেরিয়ার শুরু করার পর যদিও কোনওদিন স্ক্রিন থেকে হারিয়ে যেতে হতে দেখা যায়নি তাঁকে। বিয়ে করবেন ঘোষণার পরই একের পর এক ছবির অফার এসেছিল তাঁর কাছে। বিয়ে ভেঙে যাওয়ার পরও ছবির অফার আসছে। তবে সেই অফারে তফাৎ লক্ষ্য করা যাচ্ছে। কী সেই তফাৎ?

সামান্থা যেসব ছবির অফার পাচ্ছেন, তাতে তাঁর বিপরীতে কাজ করতে রাজি হচ্ছেন না কোনও অভিনেতা। তার উপর নারী কেন্দ্রিক ছবির অফারই বেশি পাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি তেলেগু ইন্ডাস্ট্রির একটি বড় ব্যানার শ্রীদেবী প্রোডাকশনস থেকে ছবির অফার পেয়েছেন সামান্থা। শোনা যাচ্ছে, সেটি নাকি সম্পূর্ণ নারী কেন্দ্রিক ছবি। সামান্থার বিপরীতে কোনও হিরোকেই পাচ্ছেন না তাঁরা।

এর একটি ব্যাখ্যা দিয়েছেন এক বর্ষীয়ান তেলেগু পরিচালক। তিনি বলেছেন, “তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির সব এ-লিস্টার বা প্রথম সারির পুরুষ অভিনেতারাই নাগা চৈতন্যর বাবা সুপারস্টার নাগার্জুনের বন্ধু। তাঁরা কেউই নাগার্জুনকে রাগাতে চান না। যদিও এই কারণে রেগে যাওয়ার মানুষও নাগার্জুনা নন। তিনি কোনওকালেই মনের মধ্যে রাগ পুষে রাখেন না। তার উপর সামান্থাকে তিনি এখনও যথেষ্টই স্নেহ করেন। কিন্তু আমরা সকলেই জানি তেলেগু ছবির জগৎ কীভাবে কাজ করে।”

সূত্র মারফত জানা গিয়েছে, তাঁর ছবির জন্য খুব বেশি পরিচিত নন এমন পুরুষ অভিনেতাই কাজ করবেন সামান্থার বিপরীতে। নিজের সঙ্গে বলি অভিনেত্রী তাপসী পান্নুর মিল খুঁজে পাচ্ছেন সামান্থা।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: ২৫ দিন জেলবন্দি থাকার পর জামিন পেলেন মাদক-কাণ্ডে অভিযুক্ত আরিয়ান

Next Article