প্রয়াত প্রশান্ত ভট্টাচার্য। ৮৩ বছর বয়স হয়েছিল তাঁর। বুকে মারাত্মক সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছিল তাঁকে। চলছিল চিকিৎসাও। এবার প্রশ্ন হচ্ছে, কে প্রশান্ত ভট্টাচার্য? কেন দীর্ঘদিন অন্তরালে ছিলেন এই গুণী মানুষটি? কেন সকলের থেকে বিচ্ছিন্ন করেছিলেন নিজেকে? উত্তর নেই যাত্রাজগতের কাছেও। যে যাত্রা জগৎকে গানে-সুরে ভরিয়ে দিয়েছিলেন একটা সময়, পরবর্তীতে সেই জগৎ থেকেই দূরে সরে গিয়েছিলেন প্রশান্ত। এমনকী, তাঁর মৃত্যুর খবরটুকুও সেই জগতের কারও কাছে নেই। এই খবর তাঁরা জানতে পেরেছেন TV9 বাংলার থেকে।
প্রশান্ত ভট্টাচার্য যাত্রা দুনিয়ার বিখ্যাত সুরকার ও গায়ক। একসময় শান্তিগোপালের বহু যাত্রাপালার গান তৈরি করেছিলেন। ৬০ ও ৭০-এর দশকে শান্তিগোপালের কিছু বিখ্যাত যাত্রাপালা, যেমন লেনিন, হিটলার, নেতাজি সুভাষচন্দ্র’-এর জন্য গান তৈরি করেছিলেন।
অনেকগুলো দিন হাসপাতালের আইসিইউতে কাটিয়েছেন প্রশান্ত। গত বছর নভেম্বর মাসে তাঁকে ভর্তি করা হয়। বাড়িতে ছেড়েও দেওয়া হয়। কিন্তু তারপর আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
প্রশান্ত ভট্টাচার্যের সঙ্গে কাজ করেছেন যাত্রাজগতের ‘সুচিত্র সেন’ কাকলি চৌধুরী। প্রশান্তবাবুর মৃত্যুর খবর জানতে পেরে তিনি বলেছেন, “আমার যাত্রা জীবনের প্রথম বছর আমি ওঁদের সঙ্গে কাজ করেছিলাম। সেটা একটি অর্ধেক পেশাদার দল ছিল। তখন আমার বয়স খুবই কম ছিল। প্রশান্তবাবুকে আমি ‘মামা’ সম্বোধন করতাম। খুবই ভাল সুরকার ছিলেন। অত্যন্ত বিখ্যাত। উনি চলে গিয়েছেন এই খবরটা জানতে পেরে খুব খারাপ লাগছে। ওঁর আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।”
প্রশান্ত ভট্টাচার্যর মৃত্যুতে শোকের ছায়া যাত্রাজগতে।
আরও পড়ুন: Alia Bhatt: প্রকাশ্যে রণবীরের উদ্দেশে আলিয়া বলেই ফেললেন, ‘আমার বয়ফ্রেন্ড!’