কবীর বেদী। বলিউডের এক বর্ণময় নাম। চার বার বিয়ে, পরভিন ববির সঙ্গে সম্পর্ক, ছেলের আত্মহত্যা, হলিউডে জেমস বন্ড সিরিজে কাজ করেও ব্যর্থতা– জীবন জুড়ে ঘটনা প্রবাহ তাঁর। আত্মজীবনী ‘আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ’-এ নিজেকে উজাড় করেছেন কবীর। সামনে এনেছেন এমন সব সত্য যা আগে কেউ জানেননি, জানতে চানওনি। সেই বই নিয়েই নাতনি আলায়া এফ-এর সঙ্গে এক ইনস্টাগ্রাম লাইভ সেশনে আড্ডা দিলেন কবীর। উঠে এল হলিউডে ব্যর্থতার প্রসঙ্গ।
কবীর জানিয়েছেন তাঁর ঔদ্ধত্যই কিছুটা হলেও দায়ী ছিল এর পেছনে। ইতালীয় ছবি ‘লা তাইগ্রে এ এনকোরা ভিভা’তে মুখ্য চরিত্রে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন কবীর। তিনি জানান, এই কারণেই তিনি মনে করেছিলেন ইতালীর জনপ্রিয়তার উপর নির্ভর করেই হলিউডে তাঁর কেরিয়ার গঠন একেবারেই সহজ হবে। কবীরের কথায়, “বলিউডে কাজ করতে শুরু করেই ইতালীয় ছবিতে অভিনয় এবং ইতালীতে রাতারাতি বড় স্টারের তকমাই আমায় হলিউডে ওড়ার স্বপ্ন দেখিয়েছিল। আমি বন্ড ফিল্ম Octopussyতে অভিনয় করি। আরও বেশ কিছু ছবিতে অভিনয় করি। কিন্তু যা আমি সে সময় বুঝতে পারিনি তা হল, ওই সব চরিত্রগুলি ভারতীয়দের ভেবে লেখা হচ্ছিল না। ” কবীর যোগ করেন, “আর সে কারণেই বন্ড ছবিতে অভিনয়ের পরেও চরিত্র পাওয়া আমার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল।” যে উচ্চাশা নিয়ে তিনি সাত সমুদ্র পাড়ি দিয়েছিলেন তার পরিণতি পায় ব্যর্থতায়।
ছেলের আত্মহত্যা নিয়েও মুখ খুলেছেন কবীর। তাঁর কথায়, “হলিউডে কাজ করার সময় আমার এমন কিছু অভিজ্ঞতা হয় যাতে অত্যন্ত মানসিক আঘাত পাই। আমার ছেলে আত্মহত্যা করে। সে সময় আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছিলাম। একজন সেলেব্রিটির দেউলিয়া হয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত অপমানজনক। কিন্তু বাঁচানোর উপায় খুঁজতে হয়েছিল। আমি তো সারা জীবন ধরেই নিজেকে আবিষ্কার করে গিয়েছি।”
আরও পড়ুন- Tanusree Chakraborty: মনের মানুষের অপেক্ষায় তনুশ্রী! আয়নার কাছে খোঁজ নিলেন ‘তাঁর’
স্টোরিস আই মাস্ট টেল: দ্য ইমোশনাল লাইফ অফ অ্যান অ্যাক্টর’-এ পেশাদার এবং ব্যক্তিগত জীবনের উতরাই-চরাই ছাড়াও বলিউড, হলিউড এবং ইউরোপের স্টারডমের আকর্ষণীয় সব গল্প, তাঁর জীবনের সম্পর্কের দোলাচল নিয়ে মন খুলে লিখেছেন কবীর। ওয়েস্টল্যান্ড প্রকাশনী সংস্থা থেকে ১৯ এপ্রিল প্রকাশ পেয়েছে বইটি।