বলিউডে চলছে ভাড়া দেওয়ার হিড়িক। কখনও অমিতাভ বচ্চন আবার কখনও সলমন খান, বাড়তি রোজগারে একের পর এক বাড়ি ভাড়া দিচ্ছেন তাবড় সেলেবকুল। সেই তালিকায় এবার যোগ হল আরও একটি নাম। তিনি কাজল।
জানা যাচ্ছে, মুম্বইয়ের পাওয়াই অঞ্চলের ফ্ল্যাটটি ভাড়া দিচ্ছেন তিনি। ৭৭১ স্কোয়ার ফিটের ওই ফ্ল্যাট অবস্থিত হীরানন্দিনী গার্ডেনসের ২১ তলায়। কত টাকায় ভাড়া দেওয়া ওই ফ্ল্যাট? চমকে যাবেন না, কাজল নিচ্ছেন মাস প্রতি ৯০ হাজার টাকা। এক বছর পর তার দাম বেড়ে হবে ৯৬ হাজার ৭৫০ টাকা। কাজলের বাড়িতে থাকতে গেলে আপনাকে জমা দিতে হবে ৩ লক্ষটাকার সিকিউরিটি ডিপোজিট। ইতিমধ্যেই ভাড়াটের সঙ্গে নাকি চুক্তিপত্রে স্বাক্ষরও হয়ে গিয়েছে অভিনেত্রীর।
এই মুহূর্তে কাজল জুহু অঞ্চলে এক বিলাসবহুল বাংলোতে পরিবারের সঙ্গে থাকেন। তাঁর প্রতিবেশী অমিতাভ বচ্চন থেকে শুরু করে হৃতিক রোশন, অক্ষয় কুমারেরা। তাঁর বাড়ির নাম শিবশক্তি। সূত্রের খবর প্রায় ৬০ কোটি টাকা দিয়ে ওই বাংলো কিনেছিলেন অজয়। এর আগে অবশ্য কাজল-অজয় থাকতেন কাছেই শক্তি নামক আর এক বাংলোতে। দিন দুয়েক আগেই প্রকাশ্যে এসেছিল সলমন খানের বান্দ্রার বাড়ি ভাড়া দেওয়ার কথাও। কাজলের মতো তিনিও দর হাঁকিয়েছিলেন মাস প্রতি ৯৫ হাজার টাকা। এ ছাড়াও অগ্রিম দিতে হবে ২ লক্ষ ৮৫ হাজার টাকা। ইতিমধ্যেই ভাড়াটে পেয়েও গিয়েছেন ভাইজান। তাঁর নাম আয়ুশ দুয়া।
তবে এ সবের মধ্যেই সব কিছুকে ছাপিয়ে গিয়েছেন বিগ-বি। কৃতি শ্যাননকে মাস প্রতি দশ লক্ষ টাকার বিনিময়ে নিজের বাড়ি ভাড়া দিয়েছেন তিনি। সেলিব্রিটি বলে কথা, তাঁদের বাড়িতে থাকার মূল্য কি আর আমআদমির সাধ্যের মধ্যে?
আরও পড়ুন- Indrani Halder: শ্রীময়ীকে দেখে হিংসে হয়, ওঁর মতো আমারও যদি এক রোহিত সেন থাকত: ইন্দ্রাণী হালদার