সিনে পর্দার অভিনেতা বা অভিনেত্রীদের তারকা তৈরি করেন সাধারণ দর্শক। তাঁরা ভালবাসেন বলেই, তারকার আসনে বসেন শিল্পীরা। অভিনেতা কমল হাসনের দীর্ঘ কেরিয়ার। তাঁকেও তারকার আসনে বসিয়েছেন দর্শক। এ বার তাঁদের মধ্যে থেকেই একজন মৃত্যুর আগে একবার প্রিয় তারকার সঙ্গে কথা বলার ইচ্ছে প্রকাশ করলেন। কমল সেই অনুরাগীর কথা রাখলেনও।
কমলের ওই অনুরাগীর নাম সকেত। তিনি ব্রেন ক্যানসারে আক্রান্ত। স্টেজ থ্রি ক্যানসারের সঙ্গে লড়াই চলছে সকেতের। কোনও ভাবে প্রিয় তারকার সঙ্গে একবার কথা বলতে চেয়েছিলেন তিনি। সে ইচ্ছেপূরণ করলেন কমল। ভিডিয়ো কলের মাধ্যমে সকেত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন কমল।
Saketh has brain cancer stage 3 and is such a fighter we are all so proud of him.. please pray for him ❤️❤️❤️#KamalHaasan pic.twitter.com/KR4P7YQtxN
— Kamal Haasan Fans (@ikamalhaasanfan) June 22, 2021
#KamalHaasan sir’s surprise to his fan Mr. Saketh who was recently diagnosed with terminal brain cancer. Moving interaction between the legend and his die hard fan❤️ @sakethiyer pic.twitter.com/BGC0LowIAo
— Ramesh Bala (@rameshlaus) June 23, 2021
সকেতের সঙ্গে কমলের কথা বলার সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কমলের বিভিন্ন ফ্যান পেজ থেকে শেয়ারও করা হয়েছে। সকেতের সঙ্গে কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়েন কমল। তাঁর সঙ্গে কথা বলার এত তীব্র আকুতি কারও রয়েছে জেনে আপ্লুত তিনি। দ্রুত সকেতের আরোগ্য কামনা করেছেন অভিনেতা।
আরও পড়ুন, তাহসান-আয়রার আনন্দের মুহূর্ত, ভার্চুয়ালি সঙ্গী মিথিলাও